Bike Loan

Svartpilen 401 VS Scrambler 400X : দূরে ট্রাভেলের জন্য কোনটি উপযুক্ত? বুঝে নিন তুলনা দেখে

Aindrila Dhani

Published on:

Svartpilen 401 VS Scrambler 400X

Svartpilen 401 VS Scrambler 400X : Sub 500cc Scrambler সেগমেন্টে আসতে চলেছে আরেকটি মোটরসাইকেল। এবার এই সেগমেন্টে যুক্ত হতে চলেছে Husqvarna Svartpilen 401। এটি একটি Urban Scrambler। KTM 390 Adventure ও Triumph Scrambler 400X-এর মত একই ট্র্যাকে আসতে চলেছে Svartpilen। একই সেগমেন্টে এমন দুর্দান্ত মোটরসাইকেল গ্রাহকদের বিভ্রান্তিতে ফেলতে পারে। Svartpilen 401 আর KTM 390 Adventure এর মধ্যে সব সময় তুলনা করা হয়। আর এবার Husqvarna-কে তুলনা করা হবে Triumph Scrambler 400X-এর সাথে। Svartpilen 401 VS Scrambler 400X, দেখে নিন কোন্ বাইকটি আপনার জন্য বেস্ট হবে?

   

Svartpilen 401 VS Scrambler 400X : দেখে নিন পার্থক্য

Svartpilen 401 মোটরসাইকেলে Adjustable USD Forks, Traction Control, Standard Quickshifter, Optional Bluetooth Connectivity সহ TFT Display, Dual Channel ABS সহ এই বাইকের দুদিকেই Disc Brakes রয়েছে, এছাড়া পিছন দিকে রয়েছে Adjustable Monoshock, এর পাশাপাশি Tubed Tyres সহ Spoke Wheels ইত্যাদি ফিচারস রয়েছে। অপরদিকে Scrambler 400X মডেলের সামনে USD Forks, পিছন দিকে monoshock, দুদিকেই Dual Channel ABS সহ Disc Brakes, Traction Control, Semi Digital Instrument Cluster ও Alloy Wheels ইত্যাদি ফিচারস রয়েছে।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

Svartpilen 401 আর Scrambler 400X দুটি মোটরসাইকেল Liquid Cooled ইঞ্জিন রয়েছে। আর সাথে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। তবে এই দুটি মডেলে ভিন্নভাবে টিউন করা হয়েছে। Husqvarna উচ্চগতিতে বেশি শক্তি তৈরি করে আর অপরদিকে Scrambler 400X উচ্চগতিতে হাঁপিয়ে যায়। Svartpilen 401 মডেলে 399cc ইঞ্জিন রয়েছে, যা 45.3 bhp শক্তি ও 39 Nm টর্ক তৈরি করে। অপরদিকে Scrambler 400X মডেলে 398cc ইঞ্জিন রয়েছে, যা 39.5 bhp শক্তি ও 37.5 Nm টর্ক উৎপাদন করে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

নতুন KTM 390 Duke-এর মতো একই Trellis Chassis রয়েছে Svartpilen 401 মডেলে। তবে এই মডেলে Aluminium Unit-এর বদলে Trellis Subframe যুক্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, Svartpilen 401 মোটরসাইকেলের গোল Headlight যুক্ত করা হয়েছে, এছাড়া ন্যূনতম Bodywork রয়েছে এই মডেলে। অপরদিকে Scrambler 400X মোটরসাইকেলে Upright Seating Position, Round Headlight, Side Slung Exhaust, Minimal Bodywork ইত্যাদি রয়েছে।

Svartpilen 401 VS Scrambler 400X, কোন্ বাইকটি আপনার জন্য বেস্ট?

Svartpilen-এ Spoked Wheels থাকলেও এতে গুরুতর Off Roading পরিচালনা করার জন্য Suspension Travel নেই। আর অপরদিকে Scrambler 400X মোটরসাইকেলে Suspension Travel-এর পাশাপাশি Alloy Wheels রয়েছে। এই দুটি মডেলই হালকা Off Roading-এর জন্য উপযুক্ত। যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে Svartpilen বাছতে পারেন। কিন্তু Triumph-এ বসার জন্য আরামদায়ক Position রয়েছে। প্রতিটি মডেলেরই নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। তাই দূরে কোথাও ভ্রমণ করার আগে শহরের আশেপাশে একবার Test Ride নিয়ে দেখতে পারেন। তাহলেই বুঝতে পারবেন আপনার স্টাইলের সাথে কোন্ মোটরবাইকটি উপযুক্ত হবে।