Bike Loan

Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R : কোনটি হবে আপনার জন্য উপযুক্ত? বুঝে নিন পার্থক্য দেখে

Aindrila Dhani

Published on:

Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R

Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R :  আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি দুর্দান্ত বাইকের পার্থক্য। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R-এর সম্পর্কে। বর্তমানে গ্রাহকদের মধ্যে কিন্তু এই দুটি মডেল বেশ জনপ্রিয়। তাই কোনটা ছেড়ে কোনটা কিনবেন, অনেকেই বুঝতে পারেন না। আজকের প্রতিবেদন আপনাদের এই কাজে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R-এর বিষয়ে।

Bajaj Pulsar NS 125 এর দাম শুরু হচ্ছে 99 হাজার 571 টাকা থেকে। যা Hero Xtreme 125R এর বেস মডেল থেকে 4 হাজার 571 টাকা দামি। এই মডেলটির দাম 95 হাজার টাকা। Bajaj Pulsar NS 125 এ 124.45 cc ইঞ্জিন রয়েছে আর Hero Xtreme 125R মডেলে রয়েছে 124.7 cc ইঞ্জিন। Bajaj Pulsar NS 125 এর মাইলেজ প্রতি লিটারে 56.46 কিলোমিটার, অপরদিকে Hero Xtreme 125R এর মাইলেজ প্রতি লিটারে 66 কিলোমিটার। এই মডেল দুটি সম্পর্কেই বিস্তারিত জেনে নিন।

   

Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R : দেখে নিন পার্থক্য

Engine : Bajaj Pulsar NS 125 এ 4 stroke, SOHC, 4 Valve, Air cooled, BSVI compliant DTS-i Ei পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 8500 rpm এ 11.99 PS শক্তি ও 7000 rpm এ 11 Nm টর্ক উৎপাদন করে। অপরদিকে Hero Xtreme 125R মডেলে Air cooled 4 stroke পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 8250 rpm এ 11.55 PS শক্তি ও 6000 rpm এ 10.5 Nm টর্ক উৎপাদন করে।

আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক

Braking Type : Bajaj Pulsar NS 125 মডেলে Combine Braking System রয়েছে। আর Hero Xtreme 125R এ Integrated Braking System রয়েছে।

Starting : Bajaj Pulsar NS 125 মোটরসাইকেলে Kick ও Self start রয়েছে। অপরদিকে Hero Xtreme 125R মোটরসাইকেলে কেবলমাত্র Self start এর অপশন রয়েছে।

Insurance : Bajaj Pulsar NS 125 এর Insurance 6 হাজার 664 টাকা। আর Hero Xtreme 125R এর Insurance 2 হাজার 707 টাকা।

Seat Height : Bajaj Pulsar NS 125 এর আসনের উচ্চতা 805 mm আর Hero Xtreme 125R এর আসনের উচ্চতা 794 mm।

Wheelbase : Bajaj Pulsar NS 125 এর Wheelbase 2012 mm। অপরদিকে Hero Xtreme 125R এর Wheelbase 2009 mm।

Ground Clearance : Bajaj Pulsar NS 125 এর Ground clearance 179 mm আর Hero Xtreme 125R মডেলের Ground clearance 180 mm।

আরও পড়ুন : Hero Splendor Plus : Electric Bike-কে টেক্কা দেবে Hero-র দুর্দান্ত এই পেট্রোল বাইক! আজই বাড়িতে আনুন মাত্র 15 হাজারে

এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট The Technology Updates ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।