Bajaj Pulsar NS200 : Bajaj Auto ভারতের একটি বিখ্যাত মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং সংস্থা। এই সংস্থা এবার লঞ্চ করতে চলেছে 2024 Bajaj Pulsar NS200। সম্প্রতি এই নতুন মডেলের টিজার সামনে এসেছে। Bajaj Pulsar NS200-এর বিষদ তথ্য এখনো জানা না গেলেও টিজার দেখে বোঝা যাচ্ছে এই মডেলটি গ্রাহকদের মন জিতে নেবে।
Bajaj Pulsar NS200-এর বিস্তারিত তথ্য :
এই মডেলে 199.5 cc, Liquid Cooled Single Cylinder ইঞ্জিন রয়েছে। যা 9,750 rpm এ 24.13 bhp শক্তি উৎপাদন করে। এতে Chain Drive রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার যেতে পারে এই মডেল। 2024 Pulsar NS200 মডেলের সামনে Anti friction Bush সহ Telescopic fork রয়েছে। এছাড়া Canister সহ Nitrox Mono Shock absorber করা হয়েছে এতে। এই বাইকের চাকার সাইজ 17 ইঞ্চি। 2024 Pulsar NS200 মডেলের সামনের টায়ার 100/80 আর পিছনের টায়ার 130/70। সামনে আর পিছনে উভয়ের দিকেই ডিস্ক ব্রেক রয়েছে।
আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন
এই বাইকটির ওজন 159.5 কেজি। এর উচ্চতা 1075 mm। এই মডেলের Wheelbase 1363 mm আর Ground Clearance 168 mm। 2024 Pulsar NS200 এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 125 কিলোমিটার। এই মডেলটি Single Channel ABS আর Dual channel ABS ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
Single Channel ABS সহ 2024 Bajaj Pulsar NS200 এর এক্স শোরুম মূল্য 1 লাখ 41 হাজার টাকা। অপরদিকে Dual Channel ABS ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1 লাখ 49 হাজার টাকা। এই মডেলটি তিনটি রঙে উপলব্ধ – Graphite Black, Red ও Mirage White। 2023 Bajaj Pulsar NS200 মডেলের পর এই বছর লঞ্চ হতে চলেছে 2024 Pulsar NS200। এই সম্পর্কে পরবর্তী খবর জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।