Bajaj Pulsar NS200: গত সেপ্টেম্বরে Bajaj তাদের Pulsar সিরিজ নিয়ে কাজ করছে। 2023-24 অর্থবছরে 6 টি নতুন মডেল লঞ্চের ঘোষণা করেছিল। টপ টায়ার ভ্যারিয়েন্ট Bajaj Pulsar N150 ও NS160 র পর লঞ্চ হতে চলেছে Bajaj Pulsar NS200।
এই বাইকের সুবিখ্যাত মডেল Bajaj Pulsar NS200 এর নতুন আপডেট নিয়ে কাজ চলছে। এতে আপনারা মডার্ন টেকনোলজি দেখতে পাবেন। এতে থাকবে LED DRL ও LED turn indicator। এছাড়া আগের মডেলের মতো LED headlamp থাকবে নতুন আপডেটে। Bajaj Pulsar NS200 এ নতুন করে digital instrument console ডিজাইন করা হয়েছে। এছাড়া switchgear আপডেট করা হয়েছে। Bajaj Pulsar NS200 আমাদের সামনে এসেছিল 2012 সালে। কোনো বড় পরিবর্তন ছাড়া পুরনো মডেলের semi digital instrument console যুক্ত করা হয়েছে নতুন আপডেটেড ভার্সনে।
আরো পড়ুন: Bajaj Boxer 155 : Royal Enfield-কে টেক্কা দেবে Bajaj-এর দুর্দান্ত এই বাইক, রয়েছে চোখ ধাঁধানো ফিচারস
নতুন Bajaj Pulsar NS200 মডেলের মাস্কুলার ফুয়েল ট্যাংক, স্প্লিট সিট, আগ্রেসিভ স্ট্যান্স অপরিবর্তিত থাকবে। ডিজাইনের দিক থেকে ও তেমন কোনো পরিবর্তন করা হচ্ছে না এই বাইকে। তবে Bluetooth connectivity, SMS alerts ও turn by turn navigation যুক্ত করা হবে 2024 Bajaj Pulsar NS200 এ। এই আপডেটেড মডেলে sportier graphics দেখতে পাবেন। এই বাইক Glossy Ebony Black, Pewter Grey – Blue, Metalic Peral White, Cocktail Wine Red – White রঙে কিনতে পারবেন আপনারা।
এই বাইকে 199.5 cc, 4 Valve, liquid cooled, single cylinder ইঞ্জিন থাকবে। যা 24.5 hp শক্তি ও 19 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে থাকবে 6 স্পীড গিয়ারবক্স। এই মডেলে USD forks ও dual channel ABS থাকবে। এছাড়া বাইকের সামনে 300 mm ডিস্ক ব্রেক আর পিছনে 230 mm ডিস্ক ব্রেক থাকবে। সামনে ও পিছনে 17 ইঞ্চির টায়ার থাকবে। এটির দাম 1 লাখ 49 হাজার টাকা থেকে শুরু হবে।