Bike Loan

Bajaj Boxer 155 : Royal Enfield-কে টেক্কা দেবে Bajaj-এর দুর্দান্ত এই বাইক, রয়েছে চোখ ধাঁধানো ফিচারস

Aindrila Dhani

Published on:

Bajaj Boxer 155

Bajaj Boxer 155 : দুর্দান্ত ডিজাইন আর দারুন সব মডেলের কারণে দীর্ঘদিন ধরে Royal Enfield ভারতীয় বাজারে রীতিমত রাজত্ব করছে। তবে ভারতীয় অটো মোবাইল ইন্ডাস্ট্রিতে কেবলমাত্র Royal Enfield ই যে সফলভাবে ব্যবসা করছে তা নয়। Royal Enfield কে রীতিমতো টক্কর দিচ্ছে Bajaj। সম্প্রতি Bajaj পরিচয় করিয়েছে Bajaj Boxer 155 মডেলের সাথে। ভারতীয় মোটরসাইকেল মার্কেটে শুরু হতে চলেছে এক নতুন যুদ্ধ। Bajaj Boxer 155 মডেল কি Bullet-কে টক্কর দিতে পারবে?

Bajaj Boxer 155-এর বিস্তারিত তথ্য : 

Bajaj Boxer 155 মডেলে 148 cc ইঞ্জিন রয়েছে। যা 12 bhp শক্তি ও 14 Nm টর্ক উৎপাদন করে। এই মডেল আপনারা হাইওয়ের পাশাপাশি শহরের রাস্তাঘাটেও চালাতে পারবেন। এই বাইক আপনাদের এক দারুন রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। এই মডেল এ আবার Digital Instrument রয়েছে। যেমন- Digital Odometer ও One Touch Start Functionality।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই ফিচারগুলি রাইডিং এক্সপেরিয়েন্স আরো উন্নত করবে। এই মডেলের দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে পারবেন না। এতে রয়েছে Aesthetic ও Sleek লাইন। আকর্ষণীয় লুকে রাস্তায় দৌড়াবে Bajaj Boxer 155। এছাড়া এতে রয়েছে Tubeless Tyres। এর ফলে বাইকের লুক যেমন সুন্দর লাগবে ঠিক তেমনি বাইকের সুরক্ষা বৃদ্ধি পাবে।

ফুয়েল ক্যাপাসিটি দিক থেকে কোন আপস করেনি Bajaj। এই নতুন মডেল প্রতি ঘন্টায় 50 কিলোমিটার মাইলেজ দিতে পারবে। শহরের মধ্যে ব্যবহারের জন্য হোক বা দূরের কোন গন্তব্যে যাওয়া সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন Bajaj Boxer 155। এটি আপনারা মাত্র 1 লাখ 20 হাজার টাকায় কিনতে পারবেন।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

আপনারা যদি সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ মোটরসাইকেল কিনতে চান তাহলে এটি কিন্তু দারুণ চয়েস হতে পারে। এতে Top Notch ফিচারস রয়েছে। লঞ্চের আগে থেকেই ভারতীয় গ্রাহকদের মধ্যে এই মডেলকে ঘিরে কৌতুহল বাড়তে দেখা গেছে। এই প্রসঙ্গে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।