Bajaj Pulsar N150 : আপনি কি নতুন বাইক কিনতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। Bajaj তার Bajaj Pulsar N150 ও N160 মডেলের উপর থেকে কয়েকদিন আগে পর্দা সরিয়েছে। আর এবার ভারতে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেছে এই দুটি বাইক। এই দুটি মডেল আপনারা আবার দুটি পৃথক ভেরিয়েন্টে পেয়ে যাবেন। কত দাম এই বাইকের? কী কী ফিচারস রয়েছে এতে? জেনে নিন আজকের প্রতিবেদনে।
Bajaj Pulsar N150 ও Bajaj Pulsar N160-এর বিস্তারিত তথ্য :
কিছুদিন আগে Bajaj Pulsar N150 ও N160 বাইকের ওপর থেকে পর্দা সরানো হয়েছে। আর ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়ে গেছে এই নতুন বাইক দুটি। Bajaj Pulsar N150 মডেলের বেস ভেরিয়েন্টের দাম 1 লাখ 18 হাজার টাকা। অপরদিকে Bajaj Pulsar N160 মডেলের বেস ভেরিয়েন্ট এর দাম 1 লাখ 31 হাজার টাকা। এই বেস ভেরিয়েন্টগুলিতে 2023-এর বাইকের মতো একই Analog Digital Display রয়েছে। 2024 Bajaj Pulsar N150 মডেলের দাম অপরিবর্তিত থাকলেও 2024 Bajaj Pulsar N160 মডেলের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে 2024 Bajaj Pulsar N160 মোটরসাইকেলে Dual Channel ABS যুক্ত করা হয়েছে।
অপরদিকে Bajaj Pulsar N150 মডেলের টপ ভেরিয়েন্ট এর দাম 1 লাখ 24 হাজার টাকা। আর Bajaj Pulsar N160 মডেলের টপ ভেরিয়েন্ট এর দাম 1 লাখ 33 হাজার টাকা। এই দুটি মডেল এই আপনারা Bluetooth Connectivity সহ সম্পূর্ণ Digital LCD পেয়ে যাবেন। এছাড়া চালক নিজের ফোনের মাধ্যমে Cluster ব্যবহার করতে পারবেন। এর জন্য রয়েছে পৃথক অ্যাপ। তারা মেসেজ দেখা থেকে ফোন কেটে দেওয়া সমস্তটাই করতে পারবেন এক বাটনে। N150 মডেলের টপ ভেরিয়েন্টের দুদিকেই Disc Brake রয়েছে। তবে এতে এ কেবলমাত্র Single Channel ABS সেট আপ পাবেন।
আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক
2024 Bajaj Pulsar N150 ও 2024 Bajaj Pulsar N160-এর ডেলিভারি এখনও শুরু হয়নি। তবে আপনারা চাইলে বুকিং করতে পারেন। খুব শীঘ্রই এই দুটি বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।