Bike Loan

মন মাতানো লুক ও শক্তিশালী ইঞ্জিন নিয়ে হাজির Honda SP 160, দাম শুনে হবেন অবাক

Aindrila Dhani

Published on:

Honda SP 160

Honda SP 160 : প্রতিদিন নতুন নতুন গাড়ির সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন। বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Honda -র নতুন একটি গাড়ির সম্পর্কে। শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় লুকে খুব শীঘ্রই লঞ্চ হবে এই গাড়ি। জেনে নিন এই প্রতিবেদনে।

আপনারা নিশ্চয়ই Honda Shine SP -র কথা শুনেছেন। এই গাড়িকেও হার মানিয়ে দেবে Honda -র নতুন গাড়ি। আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিন সহ লঞ্চে হতে চলেছে Honda SP 160। ভারতীয় বাজারে টু-হুইলার সেগমেন্টে দ্বিতীয় সব থেকে বড় বাইক নির্মাতা কোম্পানি হল Honda। তার এই নতুন বাইকের দাম কিন্তু খুব একটা বেশি নয়। অধিকাংশ মানুষ এই কোম্পানির বাইক ও স্কুটার পছন্দ করে থাকেন। Honda র বিশেষত্ব তার ইঞ্জিন। এই কোম্পানির গাড়ির ইঞ্জিন খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এই কারণেই গ্রাহকরা বারবার Honda -র কাছেই ফিরে আসে।

   

Honda SP 160 তে রয়েছে শক্তিশালী ইঞ্জিন!

কোম্পানির লেগেসি বাড়াতে সম্প্রতি Honda SP 160 লঞ্চ হয়েছে। এই বাইক দেখতে বেশ সুন্দর। আর যদি Engine এর কথা বলি যেকোনো নামি কোম্পানির বাইক কে টক্কর দিতে পারবে। Honda SP 160 মোটরসাইকেলে 160 cc -র ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7,500 rpm এ 13 bhp শক্তি ও 5,500 rpm এ 14 Nm টর্ক উৎপাদন করে। কোম্পানি দাবি করছে, তাদের এই নতুন বাইক প্রতি লিটারে 50 কিলোমিটার পর্যন্ত পথ যেতে পারবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন Honda র নতুন বাইকের মাইলেজ কত ভালো। এই বাইকটির mileage 65 কিমি প্রতি লিটার।

এই বাইকের সামনে টেলিস্কোপ ফর্ক আর পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এই বাইকের Ground clearance 177 mm। লম্বায় এই বাইকটি 261 mm। এই বাইকের ওপর 62 হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। এর সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এই বাইকটির mileage 65 কিমি প্রতি লিটার।

আরো পড়ুন: Honda NX500 : বাজার কাঁপাচ্ছে Honda-র ব্র্যান্ড নিউ NX500, ফিচারস দেখে কপালে উঠবে চোখ

Honda SP 160 মোটরসাইকেলে রয়েছে আকর্ষণীয় ফিচারস!

ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। এতে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ক্লক, সার্ভিস রিমাইন্ডার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, ডিজিটাল ফুয়েল গেস এর মত সুবিধা পেয়ে যাবেন।

আরো পড়ুন: Honda Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে আসছে Honda-র নতুন বাইক, লঞ্চের আগেই ফাঁস ফিচারস

Honda SP 160 বাইকের দাম :

ভারতে এই বাইকটির দাম শুরু হচ্ছে 1 লাখ 39 হাজার 45 টাকা থেকে। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটিতে রয়েছে ডবল ডিস্ক ব্রেক আর আরেকটিতে পেয়ে যাবেন সিঙ্গেল ডিস্ক ব্রেক। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।