Bike Loan

Hero Mavrick 440 VS Triumph Speed 400 : কোনটি আপনার জন্য সেরা অপশন? বুঝে নিন তুলনা দেখে

Aindrila Dhani

Published on:

Hero Mavrick 440 VS Triumph Speed 400

Hero Mavrick 440 VS Triumph Speed 400 : Hero Motocorp সম্প্রতি লঞ্চ করেছে Mavrick 440। এই মডেলের প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম প্রকাশে এনেছে কোম্পানি। এই মডেলের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হল Triumph Speed 400। আসুন দেখে নিন Hero Mavrick 440 VS Triumph Speed 400 মডেলের পার্থক্য।

Hero Mavrick 440 VS Triumph Speed 400 : দেখে নিন পার্থক্য

Mavrick 400 মডেলে আপনারা রেট্রো ডিজাইন দেখতে পাবেন। এতে রয়েছে LED headlights, Single piece Set-up, Blbous looking fuel tank ইত্যাদি। অপরদিকে Triumph Speed 400 এ মডার্ন লুকের সাথে দেখতে পাবেন পুরনো ডিজাইন। এতে রয়েছে LED headlights। Hero Mavrick 400 মডেলে digital instrument cluster, Bluetooth connectivity, Turn by Turn Navigation, LED lighting, phone alerts এর মতো বিভিন্ন আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে USB C Charging port ও automatic headlamps। অপরদিকে Triumph Speed 400 মডেলে Semi digital console, ABS, Ride by wire, LED illumination, Traction Control ইত্যাদি ফিচার যুক্ত করা হয়েছে।

   

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

Hero Mavrick 440 মডেলে আপনারা পেয়ে যাবেন 440 cc, Oil Cooled, Single Cylinder ইঞ্জিন। যা 27 bhp শক্তি ও 36 Nm টর্ক উৎপাদন করে। অপরদিকে Triumph Speed 400 মডেলে 399 cc, Liquid Cooled, Single Cylinder ইঞ্জিন রয়েছে। যা 39.5 bhp শক্তি ও 37.5 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এর সামনে USD Forks আর Monoshock যুক্ত করা হয়েছে। Dual Channel ABS সহ এই বাইকের সামনে ও পিছনে Dual Channel ABS দেওয়া হয়েছে। Hero Mavrick 440-র সামনে 320 mm Disc Brake আর পিছনে 240 mm Disc Brake রাখা হয়েছে। অপরদিকে Triumph Speed 400 মডেলের সামনে USD Forks আর Monoshock দেওয়া হয়েছে।এর সাথে থাকছে Dual Channel ABS।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

Hero Mavrick 440-র Base ভেরিয়েন্টের দাম 1 লাখ 99 হাজার টাকা। আর Mid ভ্যারিয়েন্টের দাম 2 লাখ 24 হাজার টাকা। অপরদিকে Triumph Speed 400 মডেলের এক্স শোরুম 2 লাখ ,33 হাজার টাকা। আর Triumph Speed 400-র দাম 2 লাখ 33 হাজার টাকা।