Bike Loan

Lectrix EV LSX 2.0 : নব প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে আসছে Lectrix-এর নতুন ইলেকট্রিক স্কুটার, থাকবে চোখ ধাঁধানো ফিচারস

Aindrila Dhani

Published on:

Lectrix EV LSX 2.0

Lectrix EV LSX 2.0 : Lectrix EV ভারতীয় বাজারে ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করে থাকে। সম্প্রতি এই কোম্পানি ভারতীয় বাজারে নতুন LXS 2.0 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানি দাবি করছে, একবার সম্পূর্ণ চার্জ করলে এটি 98 কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। এই মডেলটির এক্স শোরুম মূল্য 79 হাজার 999 টাকা। কী কী ফিচার্স রয়েছে এই মডেলে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

   

Lectrix EV LSX 2.0-এর বিস্তারিত তথ্য : 

সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ রাইডাররা এই ধরনের মডেল পছন্দ করে থাকে। এই কারণে বিভিন্ন কোম্পানি EV মডেল বিক্রি শুরু করেছে। এই সুযোগের সদ্ব্যবহার করেছে Lectrix EV। এই মডেলটি বেশি দূরে যাওয়ার জন্যেও ব্যবহার করা যাবে। এই মডেলের বেশ কিছু অত্যাধুনিক ফিচারস যুক্ত করা হয়েছে। এটি লঞ্চ করার আগে 1.25 লাখ কিলোমিটারের পরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই সময় স্কুটারটিতে কোন সমস্যা দেখা দেয়নি। 2024 এর মার্চ মাস থেকে Lectrix EV LSX 2.0-এর প্রি বুকিং শুরু হবে, এর পাশাপাশি ডেলিভারিও শুরু হয়ে যাবে। আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা ডিলারশিপের মাধ্যমে এই স্কুটারটি বুক করতে পারবেন। এই স্কুটার 2.3 kW ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করছে, সম্পূর্ণ চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার 98 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এই মডেলের বিশেষ কোন তথ্য সামনে আনা হয়নি।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

Lectrix EV LSX 2.0 মডেলে আন্ডার সিট 25 লিটার স্টোরেজ স্পেস রয়েছে। এছাড়া এর সামনে 90/110 আর পিছনে 110/90 10 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে। এই মডেলের সাথে আপনারা 3 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন। এতে ইমারজেন্সি SOS আর অ্যান্টি থেফ্ট সিস্টেম দেওয়া হয়েছে।