Bike Loan

Ola S1 X : অভিনব প্রযুক্তির নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Ola, পাবেন দুর্দান্ত মাইলেজ

Aindrila Dhani

Published on:

Ola S1 X : বৈদ্যুতিক যান (EV) নির্মাতা Ola Electric ভারতে একটি নতুন স্কুটার Ola S1 X (4kWh) লঞ্চ করেছে৷ একটি 6kW মোটর সহ সজ্জিত স্কুটারটি একবার চার্জে 190 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ অফার করে। এই মডেলটির দাম 1 লাখ 9 হাজার 999 টাকা। কোম্পানির মতে, নতুন Ola S1 X (4kWh) ইলেকট্রিক স্কুটারটি উন্নত Gen-2 প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। এটি মাত্র 3.3 সেকেন্ডে 0-40 km/h গতি তুলতে পারে। এই মডেলের সর্বোচ্চ গতি 90 km/h।

   

Ola S1 X-এর বিস্তারিত তথ্য : 

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

এই ইলেকট্রিক স্কুটারটি Red Velocity, Funk Porcelain White, Vogue, Stellar, Liquid Silver ও Midnight সহ বিভিন্ন রঙে পাওয়া যায়। এটি 2024 সালের এপ্রিলে ডেলিভারি শুরু হতে চলেছে। এর পাশাপাশি, ব্যাটারির স্বাস্থ্য বিষয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করার জন্য।

EV নির্মাতা কোম্পানি Ola Electric তার সমস্ত পণ্য জুড়ে 8 বছর বা 80,000 কিলোমিটার পর্যন্ত একটি বর্ধিত ব্যাটারি ওয়ারেন্টি চালু করেছে। এই EV নির্মাতা কোম্পানি 1,25,000 কিলোমিটার পর্যন্ত ট্রাভেলের উপরের সীমা বাড়ানোর জন্য একটি অ্যাড-অন ওয়ারেন্টিও দিচ্ছে। যা শুরু হচ্ছে 4 হাজার 999 টাকা থেকে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

বর্তমান 414 টি পরিষেবা কেন্দ্র থেকে 2024 সালের এপ্রিলের মধ্যে সারা দেশে প্রায় 600 টি কেন্দ্র শুরু করতে চলেছে Ola Electric। এটি পরবর্তী ত্রৈমাসিকের মধ্যে তার দ্রুত চার্জিং নেটওয়ার্ককে 10,000 পয়েন্টে উন্নীত করার পরিকল্পনা করছে। এই মডেলের সাথে 29 হাজার 999 টাকা মূল্যের 3KW এর একটি পোর্টেবল ফাস্ট চার্জার দেওয়া হতে পারে।