Bike Loan

Yamaha FZS FI : Yamaha-র নয়া ধামাকা! বাজারে আসছে FZS FI-এর নিউ ভার্সন, নজর কাড়বে নব প্রজন্মের

Aindrila Dhani

Published on:

Yamaha FZS FI

Yamaha FZS FI : Yamaha ভারত মোবিলিটি এক্সপো 2024-এ Yamaha FZS FI V4-এর জন্য দুটি নতুন রঙের বিকল্প সামনে নিয়ে এসেছে। নতুন রং হিসেবে যুক্ত হয়েছে Ice-Fluo Vermillion এবং Sparkle Green৷ উভয় রঙের প্যালেটই বডিওয়ার্কে ম্যাট ফিনিশ এবং চাকায় Fluroscent হাইলাইট দেবে। Ice-Fluo Vermilion পেইন্ট স্কিমে জ্বালানী ট্যাঙ্ক এবং Fairing-এ সাধারণের ম্যাট ফিনিশ থাকবে। আর Tail Section, Mudguards এবং Tank Extension-এ ম্যাট ব্ল্যাক রং করা থাকবে।

   

আরও পড়ুন : Honda CB350 Scrambler : ভারতীয় মার্কেটে রাজত্ব করতে বাজারে আসছে Honda-র নতুন বাইক, লুক দেখে চমকে যাবেন

অন্যদিকে, Sparkle Green Colourway-তে ফুয়েল ট্যাঙ্ক এবং Fairing-এ ম্যাট গ্রিন ফিনিশ এবং এই মডেলের চাকায় Flurocent Green ফিনিশ দেখা যাবে। এই ভেরিয়ান্টের Tail Section, Mudguards এবং Tank Extension-এ ম্যাট ব্ল্যাক রং থাকবে।

Yamaha FZS FI মডেলের ইঞ্জিন ও ফিচারস

নতুন রং ছাড়া Yamaha FZS FI-এ 149cc, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7,250rpm-এ 12.3bhp এবং 5,500rpm-এ 13.3Nm-এর সর্বোচ্চ টর্ক জেনারেট করে৷ এই মডেলের মোটরটির সাথে 5 স্পিড গিয়ারবক্স রয়েছে । বৈশিষ্ট্য অনুযায়ী, FZS FI তে Traction Control System, Bluetooth Connectivity সহ LCD Console ও Single Channel ABS রয়েছে।

আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : লাগবে না লাখ টাকা, মাত্র 17 হাজারে বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।