Bajaj Pulsar NS200 : Bajaj তার Pulsar N150 ও N160 মডেলের উপর থেকে কয়েকদিন আগে পর্দা সরিয়েছে। আর এবার ভারতে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেছে এই দুটি বাইক। এই মডেল দুটি লঞ্চ হওয়ায় পর Bajaj তার পুরনো একটি মডেলের আপডেটেড ভার্সন সম্পর্কে হিন্ট দিয়েছে। আসতে চলেছে Bajaj Pulsar NS200-এর আপডেটেড ভার্সন। এই বছর বেশ কয়েকটি আপডেটেড মডেল ভারতীয় বাজারে আসতে চলেছে।
Bajaj Pulsar NS200-এর আপডেটেড ভার্সনের বিস্তারিত তথ্য
এই সংস্থা এবার লঞ্চ করতে চলেছে 2024 Pulsar NS200। সম্প্রতি এই নতুন মডেলের টিজার সামনে এসেছে। 2024 Bajaj Pulsar NS200 এর বিষদ তথ্য এখনও জানা না গেলেও, টিজার দেখে বোঝা যাচ্ছে এই মডেলটি গ্রাহকদের মন জিতে নেবে। এই মডেলে গিয়ার পরিবর্তন করার ফিচার যুক্ত করা হয়েছে।
এছাড়া 2024 Bajaj Pulsar NS200-এ Digi Analog Display দেওয়া হয়েছে। এই ফিচারটি 2012 সাল নাগাদ ডেবিউ করেছিল। এই মডেলে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হবে। আমরা আশা করতেই পারি, NS200 মডেলে কোম্পানির তরফ থেকে মেকওভার করানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক
এই মডেলে 199.5 cc, Liquid Cooled Single Cylinder ইঞ্জিন রয়েছে। যা 9,750 rpm এ 24.13 bhp শক্তি উৎপাদন করে। এতে Chain Drive রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার যেতে পারে এই মডেল। এই মডেলটি তিনটি রঙে উপলব্ধ – Graphite Black, Red ও Mirage White। বর্তমানে Bajaj Pulsar N160-এর দাম 1 লাখ 37 হাজার টাকা অপরদিকে Bajaj Pulsar NS200-এর দাম 1 লাখ 46 হাজার টাকা হতে পারে।