Upcoming 6 Bikes 2024 : রাইডারদের জন্য 2024 লোমহর্ষক হতে চলেছে। এই বছর লঞ্চ হবে একাধিক মোটরসাইকেল। সেই নিয়েই এখন হলুস্থুলু পড়ে গেছে মোটরসাইকেল মার্কেটে। আপনি যদি নতুন মোটরসাইকেল কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি পড়ে দেখুন। আজ আমরা আলোচনা করবো Upcoming 6 Bikes 2024-এর বিষয়ে।
এখন মোটরসাইকেল ছেলে থেকে মেয়ে লিঙ্গ নির্বিশেষে অনেকেই চালায়। গত কয়েক বছরে মোটরসাইকেলের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন মোটরসাইকেল লাঞ্চ করেছিল সে বিখ্যাত মোটরসাইকেল ম্যানুফাকচারিং সংস্থাগুলি। এই বছরও তাঁর অন্যথায় হবে না। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই লঞ্চ হয়েছে একাধিক মডেল। আসন্ন সময়ে লঞ্চ হতে চলেছে আরও ছয়টি নতুন মোটরসাইকেল। জেনে নিন Upcoming 6 Bikes 2024-এর বিষয়ে বিস্তারিত।
Upcoming 6 Bikes 2024 : দেখে নিন 6টি দুর্দান্ত বাইক
Kinetic E-Luna : এই মডেলে রেঞ্জ দিচ্ছে 100 কিলোমিটার। এছাড়া এর সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার/ঘন্টা। আপনারা চাইলে এখন 500 টাকার বিনিময়ে Kinetic E-Luna আগাম বুকিং করতে পারবেন। খুব শীঘ্রই এটি লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন : Bajaj Pulsar N160 : শীঘ্রই বাজারে আসছে Bajaj Pulsar-এর নতুন ভার্সন, থাকবে মন মাতানো ফিচারস ও চোখ ধাঁধানো লুক
Yamaha MT 07 : এই বছর Yamaha লঞ্চ করতে চলেছে MT 07। এটি একটি স্ট্রিট মডেল। রাস্তায় চললে সব মানুষের চোখ থাকবে এই মডেলের উপর। Aggresive design সহ এই মোটরসাইকেলে থাকতে চলেছে flat wide handlebar। শহরতলীতে এই বাইক আপনাকে দুর্দান্ত রাইডিং এক্সপেরিয়েন্স দেবে। এতে রয়েছে 689cc ইঞ্জিন। যারা supersport বাইকের বদলে সাধারণ অথচ আকর্ষণীয় মোটরসাইকেল কিনতে চাইছেন, এটি তাদের জন্য উপযুক্ত।
Hero Mavrick 440 : এই বাইকে শক্তিশালী 440cc ইঞ্জিন রয়েছে। এছাড়া এই মডেলের রয়েছে Muscular fuel tank ও LED lighting ইত্যাদি। 2024 সালের এপ্রিলে এই মডেলটি লঞ্চ হবে। Hero Mavrick 440 এর দাম Harley Davidson X440 এর তুলনায় কম হতে পারে।
Yamaha YZF R7 : কয়েকদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত মবিলিটি এক্সপো 2024। এই ইভেন্টে Yamaha India তার YZF R7 মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে। এই মডেলের মাধ্যমে Yamaha পুনরায় ভারতের হাই-পারফর্মেন্স সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। R7 মডেলটি সম্ভবত এই বছরের শেষের দিকে বাজারে আসবে। এতে রয়েছে 689cc ইঞ্জিন।
Suzuki GSX-8R : ভারত মবিলিটি এক্সপো 2024 এ V-Strom মডেলের সাথে প্রদর্শিত হয়েছিল aggressive design এর GSX-8R। এই মিডেল ওয়েট স্পোর্টস বাইকে রয়েছে sharp design। এই মোটরসাইকেল এর ওজন খুব একটা বেশি না হয় পারফরম্যান্সের দিক থেকে দারুন একটি মডেল। এতে রয়েছে LED lighting। এই বাইক sporty look এর হলেও এটি চালানো বেশ আরামদায়ক।
Suzuki V-Strom 800 DE : এই মডেলটি 2024 এর মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে। এটি আপনারা বড় শহর আর শহরতলীর পাশাপাশি off road কোন অসুবিধা ছাড়াই চালাতে পারবেন। এই মোটরসাইকেলে 776cc ইঞ্জিন রয়েছে। এছাড়া bi-directional quickshifter, Traction Control System, two level ABS, TFT instrument console ও Drive Mode Selector এর মতো আধুনিক ফিচারস রয়েছে।