Bike Loan

মারকাটারি লুক ও দমদার ইঞ্জিন! লম্বা রেসের ঘোড়া Yamaha R3 কিনতে কত খরচ?

Aindrila Dhani

Updated on:

yamaha-r3-launch-date

Yamaha R3: Yamaha তার Parallel twin সিলিন্ডার সহ R3 সুপার স্পোর্টস আবার ভারতে নিয়ে এসেছে। কয়েক দশক ধরে এই কোম্পানি ভারতীয় বাজারে সফলতার সাথে রাজত্ব করছে। তার এই 321 cc ইঞ্জিনের বাইকটি বাজারে উপস্থিত অন্যান্য শক্তিশালী মডেলগুলির সাথে প্রতিযোগিতা করবে। এই মডেলটি মোটরসাইকেল মার্কেটে হুলস্থুল ফেলে দিতে আসছে।

   

New Yamaha R3 বাইকের ফিছারস

Yamaha R3 মডেলে clip on handlebars ও Aggressive hunched forward riding position দেখতে পেয়ে যাবেন। এই বাইকে থাকছে 321 cc liquid cooled, DOHC, 4 valves, twin cylinder ইঞ্জিন। ইঞ্জিনটি 41.4 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এছাড়া এই বাইকে থাকছে 180 ডিগ্রী ক্র্যাংক ও 6 স্পিড গিয়ারবক্স। 300 cc থেকে 500 cc ইঞ্জিন সেগমেন্টে এই মডেলটি সহজেই নিজের জায়গা করে নিতে পারবে বলেই আশা করা যাচ্ছে।

এই বাইকে আপনারা ডায়মন্ড ফ্রেম দেখতে পাবেন। এতে 14 লিটারের ফুয়েল ট্যাংক আর 2.5 লিটারের ওয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। সব মিলিয়ে বাইকটির ওজন হবে 169 কেজি। এই বাইকটি লম্বায় 2090 মিলিমিটার। এর wheelbase হল 1380 মিলিমিটার। গ্রাহকের সুবিধার জন্য এই বাইকের সিটের উচ্চতা কম রাখা হয়েছে। এই বাইকটির সিটের উচ্চতা 780 মিলিমিটার। আপনাদের জানিয়ে রাখি, বিখ্যাত R15 মডেলের সিটের উচ্চতা 815 মিলিমিটার। Yamaha R3 মডেলের Ground clearance 160 মিলিমিটার, যা R15 এর তুলনায় 10 মিলিমিটার কম।

আরো পড়ুন: Gogoro: স্কুটার জগতে তোলপাড়! বাজারে আসছে তাইওয়ানের বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার, শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ এ সবাই কে দেবে টেক্কা

Yamaha R3 বাইকে 17 ইঞ্চির চাকা দেওয়া হয়েছে। এর সামনে 110/70 আর পিছনে 140/70 টায়ার পেয়ে যাবেন আপনারা। কোম্পানি সুরক্ষার জন্য এই মডেলটির সামনে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছন দিকে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়েছে। এছাড়া এতে KYB USD fork ও Monoshock পেয়ে যাবেন।

Yamaha R3 বাইকের দাম

এই বাইকটির এক্স শোরুম মূল্য 4 লাখ 64 হাজার 900 টাকা। Yamaha R3 এর প্রতিদ্বন্দ্বী হল- Kawasaki Ninja 300, Aprilia RS 457 ও Kawasaki Ninja 400। এই তিনটি মডেলের দাম যথাক্রমে- 3.43 লাখ টাকা, 4.1 লাখ টাকাও 5.24 লাখ টাকা। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।