Bike Loan

Gogoro: স্কুটার জগতে তোলপাড়! বাজারে আসছে তাইওয়ানের বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার, শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ এ সবাই কে দেবে টেক্কা

Aindrila Dhani

Published on:

gogoro electric scooter launch date

Gogoro Electric Scooter: তাইওয়ানের বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারিং সংস্থা Gogoro এবার ভারতে। এই সংস্থা মঙ্গলবার তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার CrossOver GX250 ভারতে লাঞ্চ করেছেন। এই ইলেকট্রিক স্কুটার টি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে- CrossOver S, CrossOver 50 আর CrossOver GX250। Gogoro -র মহারাষ্ট্র প্ল্যান্টে এই ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচার করা হয়েছে। এই মডেলটি নেপাল সহ বেশ কিছু দেশে রপ্তানি করা হবে।

কোম্পানি জানিয়েছে, ভারতে বিক্রির জন্য CrossOver GX250 মডেল যথেষ্ট পরিমাণে রয়েছে। এটি একটি 2 মিটার লম্বা ইলেকট্রিক স্কুটার। এতে 14 ইঞ্চির চাকা রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের সামনে ও পিছনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। CrossOver GX250 ইলেকট্রিক স্কুটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 176 মিলিমিটার।

   

কোম্পানি দাবি করছে, এটি 200 কিলোগ্রাম পর্যন্ত ভার বহন করতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটার 2.5 kW ব্যাটারি যুক্ত করা হয়েছে। এই মডেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। আর এর রেঞ্জ 111 কিলোমিটার।

আরো পড়ুন: বাইকের রাজা Hero লঞ্চ করছে লেজেন্ড বাইক Hero Passion Plus 2024, কিনবেন ভাবছেন ? দেখে নিন কি কি থাকছে

CrossOver GX250 মডেলে 26 টি লকিং পয়েন্ট রয়েছে। এছাড়া এতে রয়েছে প্ল্যাটফর্ম ডিজাইন হেডলাইট। এই স্কুটারে রয়েছে foot, Seat ও Rear cargo space। স্টোরেজ বাড়ানোর জন্য পিছনের সিট সরাতেও পারবেন আপনারা। এছাড়া এই মডেলে b2b গ্রাহকদের জন্য battery swappable infrastructure রয়েছে। তবে এই মডেল আপাতত কেবলমাত্র দিল্লিতে ও গোয়াতে পাওয়া যাবে।

2024 এর প্রথম ত্রৈমাসিকে পুনে আর মুম্বাইতেও উপলব্ধ হয়ে যাবে এই সুবিধা। আর দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের সমস্ত শহরে এই মডেল উপলব্ধ করা হবে। আপাতত আপনারা CrossOver GX250 এর বেস মডেল কিনতে পারবেন। তবে 2024 এর শেষের দিকে CrossOver 50 ও CrossOver S গ্রাহকদের জন্য উপলব্ধ করা হবে।