Bike Loan

রাতের ঘুম কাড়ছে Yamaha এর এই বাইকের বিক্রি! মাত্র 55 হাজার টাকা দিয়ে কিনুন Yamaha এর নতুন বাইক

Aindrila Dhani

Published on:

Yamaha R15 V4

Yamaha R15 V4 : গত কয়েক দশক ধরে Yamaha ভারতীয় বাজারে রাজত্ব করছে। এই কোম্পানির সবথেকে চর্চিত মডেল হল New Yamaha R15 V4। 2024 এ এই মডেলটি গ্রাহকরা বেশ পছন্দ করেছে। এই কোম্পানি এবার New Yamaha R15 V4 মোটরসাইকেলে নতুন অফার নিয়ে হাজির হয়েছে। কোম্পানির স্থির করেছে এই মডেলটি গ্রাহকরা মাত্র 55 হাজার টাকায় কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

2024 এর সবথেকে চর্চিত ও জনপ্রিয় মোটরসাইকেল হলো New Yamaha R15 V4। দামের কথা বলতে গেলে, এই বাইকের বেস মডেলের দাম 2 লাখ 15 হাজার টাকা। অপরদিকে এই বাইকের টপ মডেলের দাম 2 লাখ 33 হাজার টাকা। যাঁরা কম বাজেটের মধ্যে নতুন বাইক কিনতে চাইছেন, তাঁরা New Yamaha R15 V4 মডেলটি নিয়ে বিবেচনা করতে পারেন। আপনারা চাইলে এটি ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন। কোম্পানি 55 হাজার টাকার ডাউন পেমেন্টে এটি অফার করছে। আপনারা যাঁরা নগদে বাইক কিনতে চাইছেন না তাঁরা এই অফারটি লুফে নিতে পারেন। 55 হাজার টাকার ডাউন পেমেন্ট 2024 Yamaha R15 V4 বাইকটি যদি কিনতে চান তাহলে, 8 শতাংশ সুদে আপনাদের প্রত্যেক মাসে 6 হাজার টাকার EMI জমা করতে হবে। 3 বছরের EMI তে আপনারা এটি কিনতে পারবেন।

আরো পড়ুন :  Yamaha RX100 : ফের বাজার কাঁপাতে আসছে 90’s-এর কিং RX100, থাকবে নজরকাড়া লুক ও আকর্ষণীয় ফিচারস

Yamaha R15 V4 বাইকের বিস্তারিত তথ্য

New Yamaha R15 V4 একটি স্পোর্টস বাইক। এতে রয়েছে 155 cc liquid cooled, single cylinder ইঞ্জিন। যা 18 bhp শক্তি ও 14 Nm টর্ক উৎপাদন করে। প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দেয় এই বাইক। এর সাথে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই মডেলে আধুনিক টেকনোলজির সাথে রয়েছে দুর্দান্ত ফিচারস। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, নেভিগেশন, বুট স্পেস, LED ডিসপ্লে, one touch self start, টিউবলেস টায়ার, ফগ লাইট, LED light lamp ইত্যাদি ফিচার পেয়ে যাবেন।