Bike Loan

Yamaha MT 15 V2 : মাত্র 2 হাজারে স্বপ্ন পুরন! আজই নিয়ে আসুন Yamaha-র এই বাইক, দাম মাত্র এই

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-v2-2-launch-date

ভারতের রাস্তায় চার চাকার তুলনায় আপনারা দুই চাকার গাড়ি বেশি দেখতে পাবেন। এখানে টু-হুইলারের অনেক চাহিদা। Yamaha Motor India ভারতের বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম। এই কোম্পানির একাধিক মডেল আপনারা রাস্তায় দেখতে পেয়ে যাবেন। Yamaha MT 15 এর সফলতার পর আসতে চলেছে MT 15 V2। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রি-বুকিং। এই বাইকে তিনটি ভেরিয়েন্ট উপলব্ধ আছে। এই বাইকে 155cc ইঞ্জিন রয়েছে। একাধিক ভেরিয়েন্টের পাশাপাশি একাধিক রঙে পেয়ে যাবেন এই মডেল। জেনে নিন বিস্তারিত।

   

Yamaha MT 15 V2 বাইকের ভেরিয়েন্ট ও রঙ

Yamaha MT 15 V2-এ তিনটি ভেরিয়েন্ট রয়েছে। যথা- স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও মোটোজিপি এডিশন। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট দু’টি রঙে পেয়ে যাবেন – মেটালিক ব্ল্যাক ও ডার্ক মেটালিক ব্লু। ডিলাক্স ভেরিয়েন্টে রয়েছে চারটি রং- আইস ফ্লুও-ভার্মিলিয়ন, সিয়ান স্টর্ম, মেটালিক ব্ল্যাক ও রেসিং ব্লু। অপরদিকে মোটোজিপি এডিশনে একটি মাত্র রং রয়েছে- এটি কালো ও নীলের কম্বিনেশন।

Yamaha MT 15 V2-এর ফিচার্স এবং স্পেসিফিকেশন

MT 15 সিরিজের উত্তরাধিকারী Yamaha MT 15 V2-এ আরও বেশি অ্যাগ্রেশন দেখতে পাবেন। এই মডেলের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ডুয়াল চ্যানেল ABS, আপ-সাইড ডাউন ফোর্কস, অ্যালুমিনিয়াম সুইংগার্ম ইত্যাদি ফিচার রয়েছে। এতে E20 ফুয়েল ব্যাবহার করা যাবে। যাঁরা পরিবেশ দূষণ নিয়ে সচেতন, তাঁরা চাইলে এই মডেলটি কিনতে পারেন। এটি কার্বন নিঃসরণ কম করতে Yamaha MT 15 V2 -তে E20 ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করেছে কোম্পানি। এই বাইকে আপনারা ডিজিটাল ক্লকের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে LED হেডলাইট, LED পজিশন লাইট, LED টেইল লাইট, ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ ইত্যাদি।

Yamaha MT 15 V2-এর ইঞ্জিন ও অন্যান্য

Yamaha MT 15 V2 বাইকে 155 cc লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, SOHC, 4 ভালভ ইঞ্জিন রয়েছে। যা 10,000 rpm -এ 18.4 PS শক্তি উৎপাদন করে আর 7,500 rpm -এ 14.1 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 12V 4.0 Ah ব্যাটারি রয়েছে। Yamaha MT 15 V2 মডেলে ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড ট্রান্সমিশন। এই বাইকের বোর 58 মিলিমিটার আর স্ট্রোক 58.7 মিলিমিটার। এর কম্প্রেশন রেশিও 11.6:1। এই বাইকে ওয়েট ক্লাচ ও মাল্টিপল ডিস্ক রয়েছে। এছাড়া রয়েছে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম।

আরো পড়ুন: বাইক প্রেমীদের জন্য সুখবর! Triumph নিয়ে এসেছে সেরা কাস্টোমাইজ কালারের বাইক

Yamaha MT 15 V2-এর ডাইমেনশন

Yamaha MT 15 V2 বাইকের দৈর্ঘ্য 2,015 মিলিমিটার আর প্রস্থ 800 মিলিমিটার। এই বাইকের উচ্চতা 1,070 মিলিমিটার। অয়েল ও ফুল ফুয়েল ট্যাঙ্ক মিলিয়ে বাইকটির কার্ব ওয়েট 141 কেজি। এই মডেলের সিটের উচ্চতা 810 মিলিমিটার ও হুইলবেস 1,325 মিলিমিটার। Yamaha MT 15 V2 বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার।

Yamaha MT 15 V2-এর চ্যাসিস

এই বাইকে ডেল্টাবক্স ফ্রেম রয়েছে। সুরক্ষার জন্য সামনে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক আর পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে। Yamaha MT 15 V2 বাইকের সামনে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে মনোক্রশ সাসপেনশন রয়েছে। টায়ারের কথা বললে, এই বাইকের সামনে 100/80-17M/C 52P টিউবলেস টায়ার দেওয়া হয়েছে আর পিছনে 140/70R17M/C 66H রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।‌

Yamaha MT 15 V2-বাইকের প্রি-বুকিং কি করে করবেন?

এখন Yamaha MT 15 V2 বাইকের প্রি-বুকিং চলছে। আপনারা 2 হাজার টাকার বিনিময়ে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা ডিলারের মাধ্যমে প্রি-বুকিং করতে পারবেন। স্টকের ওপর নির্ভর করে ডেলিভারি করবে কোম্পানি। কিছু কিছু বুকিং-এর ক্ষেত্রে 45 দিনের বেশি সময় লেগে যেতে পারে।