Bike Loan

বাইক প্রেমীদের জন্য সুখবর! Triumph নিয়ে এসেছে সেরা কাস্টোমাইজ কালারের বাইক

Aindrila Dhani

Published on:

triumph-400-custom-colours-launched

Triumph-এর সবথেকে কম দামের দুটি মডেল হল Speed 400 আর Scrambler 400X। সাব-মিডলওয়েট মোটরসাইকেল সেগমেন্টের বিখ্যাত মডেল এই দুটি। এই বাইকের আকর্ষণীয় ডিজাইন আর শক্তিশালী পারফরম্যান্স নিয়ে এখনও কোনো প্রশ্ন ওঠেনি। এতে তিনটি রঙের ভেরিয়েন্ট রয়েছে।

বাইক প্রেমীদের অনেকেই বাইকের পারফরম্যান্সের পাশাপাশি রঙ নিয়েও সতর্ক থাকেন। অনেকেই নিজেদের প্রিয় রঙের বাইক কিনতেই বেশি পছন্দ করেন। এবার তাঁদের জন্য Triumph নিয়ে এসেছে দারুন অফার। Triumph এর পুনে ডিলারশিপে আপনারা পেয়ে যাবেন কাস্টোমাইজ রং। এই অফার কেবলমাত্র Speed 400 আর Scrambler 400X মডেলেই প্রযোজ্য।

Speed 400 আর‌ Scrambler 400X এ পেয়ে যাবেন কাস্টোমাইজ রং

Speed 400 ও Scrambler 400X বাইকের ফ্যাক্টরি রংগুলো বেশ ভালো। তবে এই বাইকের ডিজাইনের সাথে মিল করে বিভিন্ন রং কিন্তু করা সম্ভব। নতুন রং এই দুটি বাইককে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে বলেই আমাদের মনে হয়। এছাড়া এই নতুন রং আরও বেশি গ্রাহকদের আকর্ষণ করবে। এবার পুনের BU ভান্ডারী Triumph ডিলারশিপ Speed 400 আর‌ Scrambler 400X -এ দিচ্ছে কাস্টোমাইজ কালারের অফার।

এতে আপনারা রেডিয়েন্ট ইয়েলো রং পেয়ে যাবেন। Speed 400 আর‌ Scrambler 400X বাইকে এই কাস্টোমাইজ রঙে গোল্ডেন USD ফোর্কস থাকবে। এই দুটি বাইকে যে সমস্ত কাস্টোমাইজ রং অফার করা হচ্ছে, সেগুলির মধ্যে থেকে এই রেডিয়েন্ট ইয়েলো সম্ভবত সবথেকে বেশি আকর্ষণীয় একটি অপশন।‌ এছাড়া আপনারা সাদা, সিলভার ও কালো রঙের কম্বিনেশন, লাল ও ডুয়াল টোন কম্বিনেশন পেয়ে যাবেন Speed 400 আর‌ Scrambler 400X বাইকে। তবে ফুয়েল ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু কাস্টোমাইজ রং সীমিত।

আরো পড়ুন: Bajaj Platina বনাম Hero Splendor! দেশের সবচেয়ে সস্তা ও সেরা মাইলেজের বিচারে সেরা কোন বাইক?

সম্ভবত টেকনিক্যাল ও ইকুইপমেন্টের সীমাবদ্ধতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিলার। ফ্যাক্টরিতে ফ্রেম সেকশন, চাকা সহ বাইকের বেশকিছু পার্টসে কাস্টোমাইজ রং করা গেলেও, লিমিটেড ইকুইপমেন্ট সহ অন্যান্য কারণে ডিলারশিপে খুব একটা কাস্টোমাইজ সম্ভব না। তা সত্ত্বেও পুনে ডিলারশিপে যে সমস্ত কাস্টোমাইজ রং আপনারা পাবেন সেগুলি বেশ‌ নজরকাড়া।

কাস্টোমাইজ রঙের পাশাপাশি থাকছে কাস্টোমাইজ গ্রাফিক্স

আপনারা নতুন রঙের পাশাপাশি বেছে নিতে পারবেন নিজেদের পছন্দসই গ্রাফিক্স। একটি গ্রাফিক্স সেটে Triumph-এর লোগো রয়েছে। বাদবাকি গ্রাফিক্স কিটে Triumph লোগো আর কন্ট্রাস্টিং স্ট্রাইপ রয়েছে। ব্যবহারকারীরা চারটি নতুন রঙের অপশন পেয়ে যাবেন এই অফারে। আপাতত এই অফার পুনে তে পাওয়া গেলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই Triumph এর অন্যান্য ডিলাররা এই অফার নিয়ে আসবেন তাঁদের গ্রাহকদের জন্য।

কাস্টোমাইজ রং করাতে কত খরচ হবে গ্রাহকদের?

আপনারা উল্লেখিত চারটি রঙের মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিলেই আপনাদের অতিরিক্ত 15 হাজার টাকা চার্জ দিতে হবে। গ্রাহক কাস্টোমাইজ রং বেছে নেওয়ার পরেই ডিলার লেভেলে কাজ শুরু হবে। তারপর ডিলার ডকুমেন্টে গাড়ির রং বদল করতে আপনাদের সাহায্য করবেন। RTO ও অন্যান্য চার্জ মিলিয়ে Speed 400 আর‌ Scrambler 400X বাইকের দাম পড়বে যথাক্রমে 2.33 লাখ টাকা ও 2.63 লাখ টাকা।