Bike Loan

প্রতীক্ষার অবসান! কম্প্যাক্ট ডিজাইন ও লম্বা মাইলেজ, লঞ্চ হল Yamaha Jog 125

Aindrila Dhani

Published on:

yamaha-jog-125-launch-date

Yamaha Jog 125 Scooter: ভারতের রাস্তায় চার-চাকা গাড়ির তুলনায় দুই চাকার গাড়ি বেশি দেখা যায়। এবার Yamaha তাদের Jog 125 মডেল লঞ্চ করেছে। এটি একটি হালকা ওজনের স্কুটার। চলুন দেখে নেওয়া যাক এই স্কুটারের সমস্ত তথ্য।

Yamaha Jog 125 স্কুটারে 125cc-র air cooled, 4 stroke SOHC single cylinder ইঞ্জিন রয়েছে। এই স্কুটারটির সামনে ও পিছনে সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এটি একটি শক্তিশালী মডেল। এতে বেশ ভাল সাসপেনশন দিয়েছে কোম্পানি। New Yamaha Jog 125 স্কুটারে কোম্পানি Telescopic suspension যুক্ত করেছে। লুকের দিক থেকে এই মডেলটি বেশ আকর্ষণীয়।

এটি কম্প্যাক্ট সাইজে লঞ্চ করা হয়েছে। ভারতের রাস্তায় চলার জন্য এটি একদম উপযুক্ত সাইজ। মহিলারা সহজেই এটি চালাতে পারবেন। খুব বেশি ওজন না হওয়ার কারণে স্কুটারটি সামলাতেও অসুবিধা হবে না আপনাদের। আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি New Yamaha Jog 125 বেশ ভালো মাইলেজ দিয়ে থাকে। এটি প্রতি লিটারে 51 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। Yamaha-র এই নতুন স্কুটারে 4 লিটারের ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে। যার ফলে আপনারা শহরের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: 100 কিমির বেশি মাইলেজ! এই ইলেকট্রিক স্কুটার থেকে মুখ ফেরাতে পারবেন না, দেখুন দাম

এই মডেলটির ওজন কিন্তু খুব একটা বেশি নয়। তাই আপনারা প্রতিদিন কোন ঝামেলা ছাড়া এটি চালাতে পারবেন। তবে ভারতে লঞ্চ করা নিয়ে কোন খবর এখনও সামনে আসেনি। তবে ভারতে লঞ্চ করা হলে, এক ধাক্কায় New Yamaha Jog 125 এর বিক্রি অনেকটাই বেড়ে যাবে। ভারতের রাস্তায় ট্রাফিক বেশি হওয়ার কারণে এই ধরনের ছোট সাইজের হালকা স্কুটারের চাহিদা চোখে পড়ে।

তবে এই মডেলটির দাম কম করার জন্য ভারতীয় বাজারে 125cc-র বদলে 110cc-র ইঞ্জিন সহ লঞ্চ করা হতে পারে। যদিও এই সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। যদিও এই স্কুটার আপাতত ভারতে পাওয়া যাবে না। তার বদলে Jog 125 Yamaha জাপানে লঞ্চ করেছে। জাপানে এই স্কুটারটির দাম রাখা হয়েছে 2,86,000 Yen। যা ভারতীয় মুদ্রায় 1 লাখ 46 হাজার টাকা।