বন্ধুরা, Yamaha 2024 এ তাদের Yamaha FZ V3 এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এই বাইকে রয়েছে 149 cc র শক্তিশালী ইঞ্জিন। এর সাথে পেয়ে যাবেন ডবল ডিস্ক ব্রেক। আপনাদের জানিয়ে রাখি, Yamaha র নতুন বাইকটির স্পিড কিন্তু যথেষ্ট বেশি। আর আগের তুলনায় মাইলেজও বেশি দিচ্ছে এটি। আপনারা যদি 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে বাইক কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিন সহ মাত্র 20 হাজার টাকার ডাউনপেমেন্টে কিনতে পারবেন এই বাইকটি। Bajaj Pulsar এর থেকেও এই বাইকটির দাম কম। এটি বাজারে তিনটি রঙে পেয়ে যাবেন, ডার্ক নাইট, ম্যাট গ্রে ও ম্যাট রেড । Yamaha FZ V3 এর এক্স শোরুম মডেলের দাম 1 লাখ 16 হাজার 500 টাকার আশেপাশে। আর এই বাইকের দিল্লিতে অন রোড দাম 1 লাখ 35 হাজার 548 টাকার আশেপাশে। এত টাকা দিয়ে সকলের পক্ষে বাইক কেনা সম্ভব নয়। এই কারণে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন। মাত্র 20 হাজার টাকার ডাউন পেমেন্টে বাড়িতে আনতে পারবেন Yamaha FZ V3। 3 বছরের জন্য বার্ষিক 9.7 শতাংশ সুদে এই বাইকটি কিনতে পারবেন। তার জন্য আপনাদের প্রত্যেক মাসে 3 হাজার 580 টাকার EMI জমা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে কাছাকাছি কোন Yamaha শোরুমে যেতে পারেন।
Yamaha FZ V3 এর ইঞ্জিন
এই বাইকে 149 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এতে রয়েছে 13 লিটারের ফুয়েল ট্যাংক। প্রতি লিটারে 49 কিলোমিটার পথ যেতে পারবে এই বাইকটি।
আরো পড়ুন: রাতের ঘুম কাড়ছে Yamaha এর এই বাইকের বিক্রি! মাত্র 55 হাজার টাকা দিয়ে কিনুন Yamaha এর নতুন বাইক
Yamaha FZ V3 র ফিচারস
এই বাইকে আপনারা বেশ কিছু নতুন ফিচার পেয়ে যাবেন। এতে রয়েছে ডবল ডিস্ক ব্রেক। এর সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকে স্পিডোমিটার আর ওডোমিটারের মতো ফিচার পেয়ে যাবেন।