Yamaha Fascino 125 FI Hybrid Scooter : খেয়াল করলে দেখবেন, ভারতের রাস্তায় কিন্তু চার চাকার গাড়ির তুলনায় দুই চাকার গাড়ি বেশি দেখা যায়। আর এখন তো দুই চাকার গাড়ির দলে বাইকের থেকে বেশি স্কুটারের চাহিদা রয়েছে। গ্রাহকদের এই চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখতে বিভিন্ন কোম্পানি নিত্য নতুন স্কুটার লঞ্চ করে চলেছে। পেট্রোল আর ডিজেল ভেরিয়েন্টের স্কুটার তো আপনারা দেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক স্কুটার -এর চাহিদাও চোখে পড়ছে। ভারতীয় বাজারে আজকাল হাইব্রিড স্কুটারের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এগুলি ব্যাটারি আর পেট্রোল উভয় ভাবেই চলতে সক্ষম।
Yamaha Fascino 125 FI Hybrid Scooter- এর ফিচারস ও স্পেফিকেশন
আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Yamaha Fascino 125 Fi Hybrid Scooter এর সম্পর্কে। এটি ব্যাটারি আর পেট্রোলে চলতে সক্ষম। আকর্ষণীয় মাইলেজের সাথে রয়েছে দুর্দান্ত লুক। এছাড়া ডিজাইনের কথা তো বাদই দিলাম। এই স্কুটারে রয়েছে Digital instrument cluster, Headlight, Taillights, Full LED lighting ও Bluetooth connectivity। এছাড়া রয়েছে Side stand engine cut off function, smart motor generator, automatic start/stop technology ইত্যাদি।
আরও পড়ুন : Yamaha FZS FI : Yamaha-র নয়া ধামাকা! বাজারে আসছে FZS FI-এর নিউ ভার্সন, নজর কাড়বে নব প্রজন্মের
এই স্কুটারে 125 cc ইঞ্জিন রয়েছে। যা 6,500 rpm এ 8.2 Ps শক্তি ও 5,000 rpm এ 10.3 Nm টর্ক উৎপাদন করে। এর সাথেই রয়েছে SMG মোটর। এটি স্কুটারের ব্যাটারির সাথে কাজ করে এবং মোটরটি অতিরিক্ত 0.6 Nm উৎপন্ন করে। এই হাইব্রিড স্কুটার প্রতি লিটারে 68.75 কিলোমিটার মাইলেজ দেয়। এই মডেলটির দাম 79 হাজার 600 টাকা থেকে 92 হাজার 530 টাকার মধ্যে।
আরও পড়ুন : Yamaha RX100 : ফের বাজার কাঁপাতে আসছে 90’s-এর কিং RX100, থাকবে নজরকাড়া লুক ও আকর্ষণীয় ফিচারস