Bike Loan

TVS HLX 150F: চ্যাম্পিয়ন গাড়ি আনছে টিভিএস, বাজাজ-ইয়ামাহাকে জোরদার চ্যালেঞ্জ, কী নাম, কবেই বা আসবে বাজারে?

Aindrila Dhani

Published on:

TVS HLX 150F

TVS HLX 150F Launch Date: TVS Motor 26 শে ফেব্রুয়ারি, সোমবার জানিয়েছে তাদের বিখ্যাত টু-হুইলার TVS HLX এর লাইন আপ আন্তর্জাতিক মার্কেটে এখনও পর্যন্ত 3.5 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। এই মাইলস্টোনের খুশিতে TVS আমাদের সামনে নিয়ে এসেছে TVS HLX 150F। এটি TVS HLX এর আপডেটেড ভার্সন। এই নতুন মডেলের বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে।

   

TVS HLX 150F মডেলে সেফটি ফিচারস, স্টাইলিং আর সাসপেনশন আরো উন্নত করা হয়েছে। TVS HLX 10 বছর আগে আফ্রিকায় কেবলমাত্র পাওয়া যেত। আর এখন এই মডেল আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার 50 টি দেশে উপলব্ধ। এই মডেলটি গ্রাহকরা এত বেশি পছন্দ করেছে যে কোম্পানি নিয়ে এসেছে এর আপডেটেড মডেল TVS HLX 150F।

এই নতুন মডেলের আগের তুলনায় আরো শক্তিশালী ইঞ্জিন যুক্ত করা হয়েছে। গ্রাহকদের সুরক্ষার দিকেও পুরো নজর রেখেছে কোম্পানি। রং আর গ্রাফিক্সের দিকেও নতুনত্ব দেখতে পাবেন আপনারা।

আরো পড়ুন: Bajaj Platina বনাম Hero Splendor! দেশের সবচেয়ে সস্তা ও সেরা মাইলেজের বিচারে সেরা কোন বাইক?

TVS HLX 150F এর প্রধান ফিচারস হল Trapezoidal LED headlights, Pillion handle rail, rear load carrier ও tubeless tyres। 2013 সালে TVS HLX মডেলটি লঞ্চ করা হয়েছিল। লঞ্চ হওয়ার 6 বছরের মধ্যে 1 মিলিয়ন গ্রাহক এই বাইকটি কিনেছিল। আর 10 বছরের মধ্যে এই বাইকটি 3.5 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।

এই মাইলস্টোন স্পর্শ করার খুশিতেই কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হয়েছে TVS HLX 150F। এই নতুন মডেলটির সম্পর্কে বেশি তথ্য জানানো হয়নি। এর সম্পর্কে পরবর্তী তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।