Bike Loan

KTM-কে দশ গোল দেবে TVS Apache RTR 160! রূপ ও মাইলেজে হবেন ফিদা

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-160-price

KTM কে টক্কর দেবে TVS Apache। এই টু-হুইলারের নজরকাড়া লুক, ভালো মাইলেজ আর অ্যাডভান্স ফিচার্স হার মানিয়ে দেবে KTM কে। ভারতীয় টু-হুইলার মার্কেটের অন্যতম জনপ্রিয় কোম্পানি হল TVS Motors। এই কোম্পানির বাইকের স্পোর্টি লুক আর শক্তিশালী পারফরম্যান্স গ্রাহকদের বেশ পছন্দের।

সম্প্রতি TVS Motors লঞ্চ করেছে 160 cc ইঞ্জিনের নতুন বাইক। 107 কিলোমিটার বেগে ছুটবে এই মডেল।‌ এই প্রতিবেদনে আমরা কথা বলছি TVS Apache RTR 160 এর সম্পর্কে।‌ দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইতিমধ্যে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে বাইকটি। জেনে নিন বিস্তারিত।

TVS Apache RTR 160 এর ফিচার্স

সবার প্রথমে আমরা TVS Apache RTR 160 বাইকের ফিচারের সম্পর্কে কথা বলব। এই বাইকে স্পিডোমিটার, অ্যাবরেজ ইন্ডিকেটর, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকো মিটার, অ্যালার্ম ক্লক, স্লিপার ক্লাচ, গিয়ার পজিশন, স্ট্যান্ড অ্যালার্ট ইত্যাদি ফিচার রয়েছে। এছাড়া রয়েছে ডুয়েল চ্যানেল ABS।

আরো পড়ুন: 71 কিমি মাইলেজ ও বাহুবলি ইঞ্জিন! দাম মাত্র 90 হাজার, পালসার-কে টেক্কা দেবে TVS-এর নতুন বাইক

TVS Apache RTR 160 বাইকের ইঞ্জিন ও মাইলেজ

TVS Apache RTR 160 বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এতে 159.7 সিসি 4 ভালভ, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 9,250 rpm -এ 17.31 BHP শক্তি ও 7,250 rpm-এ 14.73 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া বাইকের ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। TVS Apache RTR 160 বাইকটি প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 107 কিলোমিটার।

TVS Apache RTR 160 এর দাম

TVS Apache RTR 160 মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1.43 লাখ টাকা থেকে। এই বাইকের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1.50 লাখ টাকা।

TVS Apache RTR 160-র প্রতিদ্বন্দ্বী

TVS Apache RTR 160 বাইকের প্রতিদ্বন্দ্বী মডেল হল- Bajaj Pulsar N160 ও KTM।