Bike Loan

বিশাল রেঞ্জ! এক চার্জে 100 Km, এসে গেল Komaki Flora ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র 69000 টাকা

Aindrila Dhani

Published on:

komaki-flora-electric-scooter-price

Komaki Flora Electric Scooter: এখন যে হারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে তা দেখে বেশ কিছু কোম্পানি নতুন মডেল লঞ্চ করা শুরু করেছে। তবে Komaki Electric তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার Komaki Flora সম্প্রতি আবার লঞ্চ করেছে। যারা বাজেট ফ্রেন্ডলি দামে ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য এই মডেলটি উপযুক্ত হতে পারে। গ্রাহকদের ভালো পরিষেবা দিতে গোটা দেশজুড়ে Komaki Electric এর 1 হাজারের ওপরে ডিলার ও সার্ভিস পার্টনার রয়েছে। জেনে নিন Komaki Flora ইলেকট্রিক স্কুটার সম্পর্কে।

Komaki Flora ইলেকট্রিক স্কুটারে আপনারা ক্লাসিক ডিজাইন দেখতে পাবেন। তবে এর সাথে কিন্তু আপনারা আধুনিক ফিচারস পেয়ে যাবেন। সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। ফলে গ্রাহকরা এর প্রতি আকর্ষণ হতে বাধ্য। এই ইলেকট্রিক স্কুটারটি বেশ ভালই রেঞ্জ দেয়। আপনারা প্রাত্যহিক জীবনে নিশ্চিন্তে এটি ব্যবহার করার কথা ভাবতে পারেন। সম্পূর্ণ চার্জে এই ইলেকট্রিক স্কুটার 85 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পথ যেতে পারে।

   

ক্লাসিক ডিজাইনের সাথে পেয়ে যাবেন আধুনিক ফিচারস!

Komaki Flora ইলেকট্রিক স্কুটারটি ক্লাসিক ঢং -এ ডিজাইন করা হয়েছে। ফলে রাইডারের বয়স যা-ই হোক স্কুটারটি চালাতে অসুবিধা হবে না। অনেকেই এই ইলেকট্রিক স্কুটার দেখে ভাবতে পারেন ‘পুরনো দিনের মডেল’। দেখতে আগেকার সময়ের স্কুটারের মতো হলেও, এতে রয়েছে আধুনিক সব ফিচারস। যে সমস্ত ফিচারস এখনকার দিনের রাইডারদের প্রয়োজন বেশিরভাগটাই এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন।

আরো পড়ুন: 71 কিমি মাইলেজ ও বাহুবলি ইঞ্জিন! দাম মাত্র 90 হাজার, পালসার-কে টেক্কা দেবে TVS-এর নতুন বাইক

Komaki Flora ইলেকট্রিক স্কুটার দীর্ঘক্ষণ চালাতে রাইডারের যাতে সমস্যা না হয়, তার জন্য অতিরিক্ত ব্যাক রেস্ট দেওয়া আছে। এর পাশাপাশি রয়েছে সেল্ফ ডায়গনস্টিক মিটার, পার্কিং কন্ট্রোল ও ক্রুশ কন্ট্রোল। এছাড়া এতে আপনারা পর্যাপ্ত বুট স্পেস পেয়ে যাবেন।

Komaki Flora ইলেকট্রিক স্কুটারে মিলবে 100 কিলোমিটার রেঞ্জ!

Komaki Flora ইলেকট্রিক স্কুটারের সবথেকে আকর্ষণীয় দিকটি হল তার 3000W লিথিয়াম আয়ন Ferro Phosphate ব্যাটারি। এই ব্যাটারি সেফ্টির কথা মাথায় রেখে কোম্পানি ইলেকট্রিক স্কুটারের সাথে যুক্ত করেছে। আপনারা নিজেদের প্রয়োজন মতো এটি ইলেকট্রিক স্কুটার থেকে আলাদা করতে পারবেন। পাশাপাশি এটি ফায়ার রেসিস্টেন্স ও হিট প্রুফ। একবার সম্পূর্ণ চার্জ দিলে 85 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে Komaki Flora।

Komaki Flora ইলেকট্রিক স্কুটারের সেফ্টি ফিচার ও রং

এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা চারটি আলাদা রঙে পেয়ে যাবেন- স্টিল গ্রে, স্যাক্রামেন্টো গ্রীন, জেট ব্ল্যাক ও গার্নেট রেড।

সুরক্ষার জন্য এই ইলেকট্রিক স্কুটারের সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া আছে। তাই রাইডারদের এটি চালানোর সময় সুরক্ষা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না।

Komaki Flora ইলেকট্রিক স্কুটারের দাম

অনেকেই ইলেকট্রিক স্কুটার কিনতে চান, কিন্তু বাজেটের কারণে কিনতে পারেন না। তাঁদের জন্য রয়েছে সুখবর। Komaki Flora ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 69 হাজার টাকা থেকে।