Bike Loan

TVS Apache 125cc : 71 কিমি মাইলেজ ও বাহুবলি ইঞ্জিন! দাম মাত্র 90 হাজার, পালসার-কে টেক্কা দেবে TVS-এর নতুন বাইক

Aindrila Dhani

Published on:

tvs-apache-125cc-2024

TVS Apache 125cc : আপনি কি 125 cc সেগমেন্টে বাইক কিনতে চাইছেন? এই সেগমেন্টে একাধিক বাইক রয়েছে, যেমন – Bajaj Pulsar 125, TVS Apache 125 cc, Hero Xtreme 125 R, Honda Shine 125 ইত্যাদি। এই ধরনের বাইক আপনারা বাজেট ফ্রেন্ডলি দামে কিনতে পারবেন। 125 cc ইঞ্জিনের বাইক ভারতে খুব বেশি পরিমাণে বিক্রি হয়। তবে আপনারা যদি আকর্ষনীয় লুক সহ বাজেট ফ্রেন্ডলি দামে 125 cc ইঞ্জিনের বাইক কিনতে চান , তবে TVS Apache 125 cc মডেলটি কিনতে পারেন।

   

TVS Apache 125 cc মডেলটি 71 কিলোমিটার মাইলেজ দিতে পারে। Bajaj Pulsar কে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই বাইক। এতে 5 স্পীড গিয়ার বক্স রয়েছে। জেনে নিন বিস্তারিত।

TVS Apache 125 cc বাইকের ইঞ্জিন

TVS Apache 125 cc বাইকে শক্তিশালী air cooled Fi ইঞ্জিন রয়েছে। 5 স্পীড গিয়ার বক্স সহ bs6 সিস্টেম রয়েছে এতে। এই ইঞ্জিন 12.5 bhp শক্তি ও 11 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি ভেরিয়েন্টে ডিস্ক ব্রেক রয়েছে আর অপর ভেরিয়েন্টে ড্রাম ব্রেক রয়েছে।

আরো পড়ুন: লিটারে 70 কিলোমিটার মাইলেজ, দাম মাত্র 17,000! জলের দরে পাওয়া যাবে TVS Sport

TVS Apache 125 cc বাইকের মাইলেজ

এই বাইকে 125 cc ইঞ্জিন রয়েছে। TVS Apache 125 cc মডেলে 12 লিটারের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। 1 লিটার পেট্রোলে 56 কিলোমিটার যেতে পারে এটি। প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে ছুটতে পারে TVS Apache 125 cc বাইক।

TVS Apache 125 cc বাইকের দাম

TVS Apache 125 cc বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 90 হাজার টাকা থেকে। এর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 1 লাখ টাকা। তবে এই মডেলের অন রোড মূল্য কিছুটা বেশি হবে।