Bike Loan

লিটারে 70 কিলোমিটার মাইলেজ, দাম মাত্র 17,000! জলের দরে পাওয়া যাবে TVS Sport

Aindrila Dhani

Published on:

tvs-sport-price

এখন বিভিন্ন কাজে টু-হুইলারের দরকার পড়ে। গত কয়েক বছরে বাইকের চাহিদা তুলনামূলক বেশ খানিকটা বেড়েছে। যে কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বাইক বাজারে লঞ্চ করে চলেছে। তার মধ্যে থেকে একটি বিখ্যাত কোম্পানি হল TVS Motors। মার্কেটে এই কোম্পানির বিভিন্ন ধরনের বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন। যার মধ্যে একটি কমিউটার বাইক রয়েছে। অল্প সময়েই গ্রাহকরা এই মডেলটিকে বেশ পছন্দ করেছে।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব TVS Sports -এর সম্পর্কে। এটি আপনারা বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। লুকের দিক থেকে বেশ অ্যাগ্রেসিভ আর স্পোর্টি এটি। তবে TVS Sports -এ এডভান্স ফিচার রয়েছে। জেনে নিন বিস্তারিত।

   

TVS Sports-র ফিছারস

TVS Sports একটি দুর্দান্ত বাইক। লুকের দিক থেকেও বেশ আকর্ষণীয়। এই বাইকে 109.7 cc single cylinder ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 8.29 Ps শক্তি ও 8.7 Nm টর্ক উৎপাদন করে থাকে। সুরক্ষার জন্য এই বাইকে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে TVS Sports। এই বাইকটি ন্যূনতম 59 হাজার 431 টাকায় আপনারা কিনতে পারবেন। তবে এর টপ ভেরিয়েন্টের দাম 70 হাজার 773 টাকা।

আরো পড়ুন: আর দেখা যাবেনা Yamaha-এর বাইক, কেন এই রকম সিধান্ত? জেনে নিন

মাত্র 17 হাজার টাকায় কিনে ফেলুন TVS Sports!

আপনারা যদি এত টাকা নগদে দিতে না পারেন বা বাজেট যদি কম হয় তাহলে চিন্তা করার কিছু নেই। আপনারা চাইলে এই বাইকটি অনলাইনে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। এই ধরনের ওয়েবসাইটে TVS Sports বেশ কম দামে বিক্রি করা হয়। আপনারা 17 হাজার টাকায় এটি কিনতে পারবেন। বর্তমানে এই অফার আপনারা Quikr ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। তবে এই সেকেন্ড হ্যান্ড মডেল 2012 সালের হতে পারে। এটি 70 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। আপনারা সহজেই তাই 17 হাজার টাকার মধ্যে এটি কিনতে পারবেন। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।