Bike Loan

One-Wheel Scooter: অদ্ভুত আবিষ্কার যা বিশ্ব দেখেছে! ঝড়ের গতিতে ভাইরাল এই স্কুটার

Aindrila Dhani

Published on:

one-wheel-scooter-price

বিজ্ঞানের অগ্রগতির যুগে একের পর এক নতুন আবিষ্কার আমাদের চমকে দিচ্ছে। পার্সোনাল ট্রান্সপোর্টেশন সেগমেন্টে চলে এসেছে এক নতুন চমক। এক সময় পেট্রোল চালিত ভেহিকেলই কেবল রাস্তায় দেখা যেত।‌ কিন্তু এখন সময় বদলেছে। পরিবেশ দূষণ নিয়ে মানুষ আজ সচেতন হয়েছে। তাই এখন ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা অন্যান্য যানবাহনটে টক্কর দিচ্ছে। এই যুগে উদ্ভাবনের কোনো সীমা নেই। আর এই কথা আরও একবার প্রমাণ হয়ে গেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। যা দেখে বাকিদের মতো অবাক হয়ে যাবেন আপনিও।

   

ভিডিওটিতে একটি ছেলে ও তার আবিষ্কার দেখানো হয়েছে। এই ইলেকট্রিক ভেহিকেলের যুগে বেশকিছু অসাধ্য সাধন হয়েছে। এবার তো পুরো‌ নতুন চমক। ছেলেটি নিজের বাড়িতে একটি ইলেকট্রিক স্কুটার বানিয়েছে। অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতো এতে কিন্তু দুই চাকার নেই, বরং রয়েছে একটি চাকা। একটি এক চাকার ইলেকট্রিক স্কুটার বানিয়েছে ছেলেটি।

One-Wheel Scooter নতুন আবিষ্কার

আমরা হয়তো কখনও এক চাকার স্কুটারের কথা ভেবেই দেখিনি। যখনই স্কুটারের নাম শুনেছি আমাদের চোখের সামনে দুই চাকার পেট্রোল চালিত অথবা ইলেকট্রিক স্কুটারের ছবি ভেসে এসেছে। আবিষ্কার মানেই তো নতুন কিছু সৃষ্টি। এমন কিছু সৃষ্টি যা আমাদের অবাক হতে বাধ্য করবে। আর ঠিক তাই করে দেখিয়েছে এই তরুণ ছেলেটি। একজন ভারতীয় ছেলে এই অসাধ্য সাধন করেছে। তার বাড়ির সীমানার মধ্যেই ‘সেল্ফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার’ তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। যেকোনো গাড়ির মূল চাকার মধ্যেই নিহিত থাকে।

আরো পড়ুন: মাত্র 71 হাজারে মিলবে Bajaj-এর এই বাইক! মাইলেজ শুনলে হুঁশ উড়বে ক্রেতাদের

আমাদের দেশের এই প্রতিভাবান তরুণ ছেলেটি এক চাকার ইলেকট্রিক স্কুটারের স্বপ্ন যেমন দেখেছে, ঠিক তেমনভাবে বাস্তবায়নও করেছে। বিশ্বব্যাপী অনেক ইঞ্জিনিয়াররা এই আইডিয়া নিয়ে কাজ করছেন। তাদের কাছে হয়তো আধুনিক কাঠামো রয়েছে। কিন্তু একটি দেশীয় ছেলে নিজের বাড়িতেই এই কাজ করে দেখিয়েছে। এই ভিডিও দেখে আমরা তার প্রশংসা না করে থাকতে পারি না।

এই এক চাকার বিশিষ্ট ইলেকট্রিক স্কুটারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি বিখ্যাত মাধ্যম ‘ইউটিউব’-এ ভিডিওটি আপলোড করা হয়েছিল।‌ যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। প্রায় 2 বছর আগে এই ভিডিওটি ‘Creative Science’ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটিতে 45 মিলিয়নের বেশি ভিউজ রয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ইতিমধ্যে এই ভিডিওটি পৌঁছে গেছে। আর আমাদের মতো তাঁরাও অবাক হয়ে গেছেন। এই প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।