Bike Loan

Bajaj CT 125X: মাত্র 71 হাজারে মিলবে Bajaj-এর এই বাইক! মাইলেজ শুনলে হুঁশ উড়বে ক্রেতাদের

Aindrila Dhani

Published on:

bajaj-ct-125x-price

Hero Passion কে টক্কর দিতে আসছে Bajaj এর নতুন বাইক। দুর্দান্ত ফিচারের সাথে রয়েছে স্টাইলিশ লুক আর ভালো মাইলেজ। Bajaj ভারতীয় বাজারে নজরকাড়া বাইক লঞ্চ করে থাকে। এবারও ঠিক তাই করেছে। ভারতীয় টু-হুইলার মার্কেটে Bajaj লঞ্চ করেছি তাদের CT 125X।

Bajaj CT 125X বাইকটির দুর্দান্ত ফিচার আর স্টাইলিশ লুকের কারণে গ্রাহকরা বেশ পছন্দ করছে। এর পাশাপাশি রয়েছে ভালো মাইলেজ। এটি অল্প সময়ের মধ্যেই ভারতীয় বাজারে সাড়া ফেলে দিয়েছে। এতে আপনারা বেশ কিছু এডভান্স ফিচার ও শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন।‌ জেনে নিন Bajaj CT 125X বাইকের সম্পর্কে।

   

Bajaj CT 125X বাইকের ফিচার্স

Bajaj CT 125X বাইকে আকর্ষণীয় আর আধুনিক ফিচার রয়েছে। এই বাইকের সামনে রাউন্ড হেডল্যাম্প, ইউনিক ডিজাইন কাউল, DRL স্ট্রিপ, ফ্ল্যাট সিট, অ্যানালগ স্পিডোমিটার, অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ ট্রিপ মিটার, অ্যানালগ টেকো মিটার আর USB চার্জিং পোর্টের মতো ফিচার্স রয়েছে।

আরো পড়ুন: মাত্র 2 হাজারে স্বপ্ন পুরন! আজই নিয়ে আসুন Yamaha-র এই বাইক, দাম মাত্র এই

Bajaj CT 125X বাইকের ইঞ্জিন

Bajaj CT 125X বাইকে 124.4 cc 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। এতে DTSI টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই বাইকের ইঞ্জিন 10.9 PS শক্তি ও 11 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। প্রতি লিটারে 59.6 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে Bajaj CT 125X। ফিচার, ইঞ্জিন আর মাইলেজের দিক থেকে গ্রাহকদের মন জিতে নিয়েছে এই মডেল।

Bajaj CT 125X বাইকের দাম

আপনাদের জানিয়ে রাখি, Bajaj CT 125X বাইকের এক্স শোরুমের দাম শুরু হচ্ছে 71 হাজার 354 টাকা থেকে। এই বাইকের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 77 হাজার 216‌ টাকা।