Bike Loan

Ninja 7 Hybrid: বাইক বাজারে শোরগোল! লঞ্চ হচ্ছে Kawasaki-র নতুন দুটি ইলেকট্রিক বাইক

Aindrila Dhani

Published on:

ninja-7-hybrid-top-speed

Kawasaki বর্তমানে ভারতে জনপ্রিয়তা লাভ করেছে। এই কোম্পানির বেশ কয়েকটি হাই-পারফরম্যান্স যুক্ত বাইক ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এবার আইকনিক মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার Kawasaki তাদের নতুন দু’টি মোটরসাইকেলের পেটেন্ট জমা করেছে। Kawasaki আনতে চলেছে তাদের নতুন Ninja 7 Hybrid ও ইলেকট্রিক বাইক Z E-1।

Kawasaki-র ডিজাইন পেটেন্ট বেশ আকর্ষণীয় লাগছে। আশা করা যায়, এই নতুন দু’টি মোটরসাইকেলের মধ্যে থেকে অন্তত একটি ভারতে লঞ্চ হবে। তবে Z E-1 এর তুলনায় Ninja 7 Hybrid ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি।

   

Ninja 7 Hybrid বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স

Ninja 7 Hybrid -এ Ninja 500 ও Eliminator এর মতো একই প্ল্যাটফর্ম থাকবে। এতে 451 cc প্যারালাল টুইন সিলিন্ডার DOHC 4V লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে। যা 44.7 bhp শক্তি ও 42.6 Nm টর্ক উৎপাদন করবে। এর পাশাপাশি Ninja 7 Hybrid মডেলে অতিরিক্ত ইলেক্ট্রিক মোটর থাকবে। Kawasaki Ninja 500 এর ওজন 171 কেজি আর Eliminator এর ওজন 176 কেজি। অপরদিকে Ninja 7 Hybrid এর ওজন 227 কেজি হতে চলেছে।

Ninja 7 Hybrid এর দাম

বিশ্ব বাজারে Ninja 7 Hybrid -এর দাম ZX-6R এর তুলনায় বেশি। Ninja 7 Hybrid যদি ভারতে লঞ্চ হয় তাহলে এই মোটরসাইকেলের দাম 10 লাখ টাকার কাছাকাছি হতে পারে। অপরদিকে Kawasaki Ninja 500 ও Eliminator এর এক্স শোরুম দাম যথাক্রমে 5 লাখ 25 হাজার টাকা ও 5 লাখ 62 হাজার টাকা।

আরো পড়ুন: আর দেখা যাবেনা Yamaha-এর বাইক, কেন এই রকম সিধান্ত? জেনে নিন

Kawasaki Z E-1 বাইকের তথ্য

Kawasaki তাদের নতুন Z E-1 ভারতে পেটেন্ট করিয়েছে। এটি সম্পূর্ণ ইলেকট্রিক মোটরসাইকেল। এতে 1.5 kWh এর দুটি রিমুভেবেল ব্যাটারি রয়েছে। যার সর্বোচ্চ পাওয়ার 9 kW। Kawasaki Z E-1 মডেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 72 কিলোমিটার থেকে 80 কিলোমিটার। চলতি বছরের শেষের দিকে এটি লঞ্চ হতে পারে। তবে ভারতে লঞ্চ হওয়া নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।