ভারতীয় বাজারে Yamaha র বাইক বেশ প্রসিদ্ধ। সম্প্রতি লঞ্চ হয়েছে Yamaha র নতুন বাইক – MT 15। নিজের স্পোর্টি লুকের জন্য এই বাইক অল্প সময়েই গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। এই বাইকে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে। আর এর সামনে রয়েছে হেডল্যাম্প। এই বাইকের পিছন দিকে রয়েছে LED tail lamp। সবমিলিয়ে Yamaha MT 15 এর লুক আপনাদের বেশ ভালো লাগবে।
Yamaha MT 15 এ রয়েছে দারুন ফিচারস!
New Yamaha MT 15 এর ফিচার্স নিয়ে কথা বলতে গেলে, এই বাইকে রয়েছে পজিশন লাইট, ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, LED হেডলাইট, LED tail lamp, ডিজিটাল ফুয়েল গেস, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল কনজাংশন ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড, engine cut off switch সহ বেশ কিছু আধুনিক ফিচার।
Yamaha MT 15 এ রয়েছে শক্তিশালী ইঞ্জিন!
New Yamaha MT 15 মোটরসাইকেলে 155 cc, liquid cooled, single cylinder ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 10,000 rpm এ 18.1 bhp শক্তি ও 7,500 rpm এ 14.1 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এই বাইকটি প্রতি লিটারে 48 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
Yamaha MT 15 বাইকের দাম :
ভারতীয় বাজারে New Yamaha MT 15 বাইকের দাম 1 লাখ 67 হাজার টাকা থেকে 1 লাখ 73 হাজার টাকার মধ্যে। এই দাম কিন্তু এক্স শোরুম মূল্য। আসলে এটি একটি স্পোর্টস বাইক। ভারতীয় বাজারে এই বাইকটির সরাসরি প্রতিযোগিতা হবে KTM এর মত স্পোর্টস বাইকের সাথে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।