New Hero Glamour 125 : প্রতিদিন নতুন বাইকের খবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটের পাতায়। আজ আমরা কথা বলব নতুন একটি বাইকের সম্পর্কে। চুপি চুপি ভারতীয় বাজারের লঞ্চ হয়ে গেছে এই বাইকটি। আসলে এটি সম্পূর্ণ নতুন মডেল নয়। একটি পুরনো মডেলকে নতুন রূপে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। Hero তার পুরনো Glamour 125 কে নতুন রূপে লঞ্চ করেছে।
কোম্পানি অফিসিয়ালি এই লঞ্চ সম্পর্কে কোন তথ্য সামনে আনেনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে এই মডেল বেশ কিছু ডিলারশিপ এর কাছে পৌঁছেও গেছে। বর্তমানে এটি টেস্ট রাইডের জন্য উপলব্ধ রয়েছে। আগের মডেলটির চাহিদা দেখেই আবার নতুন রূপে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে New Hero Glamour 125। এই মডেলে কী কী নতুন ফিচার যুক্ত করা হয়েছে? কত দাম রাখা হচ্ছে নতুন মডেলটির? এমন সব প্রশ্নের উত্তর জেনে নিন আজকের প্রতিবেদনে।
আরো পড়ুন: যেমন মাইলেজ তেমনি লুক! TVS Apache কে জোরদার টক্কর দিতে বাজারে আসছে নতুন Hero Hunk
New Hero Glamour 125 ফিচারস ও স্পেসিফিকেশন
এই নতুন বাইকে আপনারা ড্রাম ব্রেক আর এক্স-টেক ভার্সন পেয়ে যাবেন। New Hero Glamour 125 এর ড্রাম ব্রেক ভার্সনের অন-রোড দাম 97 হাজার 700 টাকা। তবে এক্স-টেক ভার্সন -এর দাম কিছুটা কম রাখা হয়েছে। আগের মডেলের মতোই এই বাইকের সামনে হেডলাইট রাখা হয়েছে। এছাড়া এতে রয়েছে টার্ন ইন্ডিকেটর আর টেল লাইট। আগের তুলনায় ভালো মাইলেজ দেওয়ার জন্য এই বাইকের ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এতে আপনারা পেয়ে যাবেন 124.7 cc air cooled ইঞ্জিন। যা 10.72 PS শক্তি ও 10.6 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স।
New Hero Glamour 125 বাইকে alloy wheels যুক্ত করা হয়েছে। বাইকটির ওজন 122 কিলোগ্রাম। এছাড়া এতে রয়েছে 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক। এটি ডায়মন্ড ফ্রেমে তৈরি করা হয়েছে। ই বাইকটির সামনে আপনারা টেলিস্কোপিক ফোর্ট আর পিছন দিকে হাইড্রোলিক সাসপেনশন পেয়ে যাবেন। New Hero Glamour 125 বাইকের সামনের ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া রয়েছে Full digital display ও USB charging port। তবে এক্স-টেক মডেল নেভিগেশন আর কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন।
New Hero Glamour 125 বাইকটি তিনটি আলাদা রঙে উপলব্ধ- Black, Blue and Black combination আর Red and Black combination। বাইকের ফুয়েল ট্যাংকের দুই দিকেই ক্রোম বেজ রং দেওয়া হয়েছে।
আরো পড়ুন: রূপে-গুণে স্টাইলিশ, মাইলেজও দুর্দান্ত! বাজার মাতাতে লঞ্চ হল Hero Splendor Plus Xtec
New Hero Glamour 125 বাইকের দাম
New Hero Glamour 125 বাইকটির এক্স শোরুম মূল্য 83 হাজার 798 টাকা। তবে অন রোড প্রাইস এর থেকে তুলনামূলক বেশি। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন। সে ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে 3 হাজার 18 টাকা EMI জমা করতে হবে।