Lectrix ECity Zip : পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে অনেকেই ইলেকট্রিক স্কুটারের ব্যবহার শুরু করছেন। ইলেকট্রিক গাড়িই আগামী দিনের ভবিষ্যৎ। এর কারণে আপনাদের জ্বালানি তেলের খরচ যেমন কমবে ঠিক তেমনভাবেই কমবে দূষণের পরিমাণ। ভারতে ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারিং সেক্টরে Lectrix শুরু করেছে নতুন স্টার্টআপ। কোম্পানিটি শুরু হওয়ার পর তাদের নতুন মডেল আমাদের সামনে এনেছে। এই স্কুটারে আপনারা 75 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচারস। জেনে নিন আজকের প্রতিবেদনে।
Lectrix একটি ভারতীয় টু-হুইলার ম্যানুফ্যাকচারিং স্টার্ট আপ কোম্পানি। এটি সম্প্রতি শুরু হয়েছে। ইতিমধ্যে এই কোম্পানি তাদের নতুন তথা প্রথম ইলেকট্রিক মডেলের সাথে আমাদের পরিচয় করিয়েছে। Lectrix নিয়ে এসেছে তাদের প্রথম মর্ডান ইলেকট্রিক স্কুটার ECity Zip। এটি একটি ভার্সাটাইল স্কুটার। এটি আপনারা প্রাত্যহিক যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত কাজের পাশাপাশি যারা কমার্শিয়াল কাজের জন্যে স্কুটারের খোঁজ করছেন, এটি তাদের জন্য দারুন একটি বিকল্প হতে চলেছে। এটি আপনারা যে কোন কাজের জন্য প্রত্যেকদিন ব্যবহার করতে পারবেন। ECity Zip একটি Mid Speed স্কুটার। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 45 কিলোমিটার আর এই স্কুটারের রেঞ্জ 75 কিলোমিটার।
আরো পড়ুন: ব্যাপক মাইলেজ! স্টাইলিশ লুকে বাজারে এল Hero Xtreme 125R, দাম শুনে যাবেন চমকে
ECity Zip এ ক্লাসিক লুক দেখতে পেয়ে যাবেন আপনারা। পরিষ্কার পরিচ্ছন্ন ও মিনিমালিস্ট ডিজাইন যুক্ত করা হয়েছে এতে। এই ইলেকট্রিক স্কুটারে 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ইলেকট্রিক স্কুটারটির পে-লোড 155-170 কেজি। আপনারা যদি স্টাইলিশ স্কুটারের খোঁজে থাকেন তাহলে এটি কিন্তু আপনাদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে। তবে স্টাইলের পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে যুক্ত করা হয়েছে শক্তি। প্রত্যেক দিন ব্যবহার করার জন্য একটি মর্ডান ও স্টাইলিশ ইলেকট্রিক স্কুটারের চাহিদা আপনাদের থাকতে পারে। আপনাদের এই চাহিদা মেটাবে Lectrix এর নতুন স্কুটার ECity Zip।
ECity Zip স্কুটারে রয়েছে full LED lighting setup। এই স্কুটারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রাইডিং মোড- Eco ও Power। স্কুটারটি চালানোর জন্য রয়েছে comfortable riding position। এছাড়া এই স্কুটারে যুক্ত করা হয়েছে Combi braking system ও multi function digital display system, Mobile app connectivity সহ বেশ কিছু এডভান্স ফিচার। এই স্কুটারে আপনারা ample storage space পেয়ে যাবেন। এটি চালাতে আপনাদের প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র 12 পয়সা।
Lectrix ECity Zip স্কুটারের দাম কত?
Ecity Zip এ রয়েছে 2 kWh ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জ হতে এটি সময় নেবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। এটি আপনারা Zen White, Neon Green, Moody Orange, Electric Red ও Zing Black রঙে পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটার এর দাম প্রায় 1 লাখ 15 হাজার টাকা।