Bike Loan

বাজার কাঁপাতে এসে গেল নতুন Kawasaki Z900 2024! মিলবে দারুণ পাওয়ার সঙ্গে একাধিক দুর্দান্ত ফিচার

Aindrila Dhani

Published on:

kawasaki-z900-2024-launch-date

Kawasaki India তাদের 2024 Z900 মডেলের ওপর থেকে অবশেষে পর্দা সরিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সের মোটরসাইকেল লঞ্চ করার কারনে ইতিমধ্যে বহু প্রশংসা কুড়িয়েছে Kawasaki। এই কোম্পানি আরও একবার ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে তাদের হাই-পারফরম্যান্স মোটরসাইকেল। এই মডেলটির এক্স-শোরুম মূল্য 9 লাখ 29 হাজার টাকা। এই বাইকের 2023 মডেলের তুলনায় 2024 মডেলটির দাম 9 হাজার টাকা বেশি রাখা হয়েছে। এই বাইকটি দু’টি রঙে পাওয়া যাবে- Metallic Graphene Steel Grey ও Metallic Spark Blue। আপনাদের পছন্দের রং কোনটি? কমেন্ট করুন।

Kawasaki Z900 2024 মডেলে 948 cc liquid cooled, 4 সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 9,500 rpm এ 123.6 bhp শক্তি ও 7,700 rpm এ 98.6 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে দেওয়া হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। কোম্পানি দাবি করছে, ভারতীয় রাস্তায় চালকরা Kawasaki Z900 2024 -এ দুর্দান্ত রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন।

Kawasaki Z900 2024-এর ফিচারস

Kawasaki India-র নতুন মডেল Kawasaki Z900 2024-এ দুটি পাওয়ার মোড দেওয়া হয়েছে- Full ও Low। তবে পাওয়ার ডেলিভারি 55 শতাংশ পর্যন্ত রাখা হয়েছে। আগে চালকরা Sport, Road, Rain, Rider মোডে 2023 মডেলটি চালাতে পারতেন। এবার চালকরা নিজেদের পছন্দমতো রাইডিং মোড বেছে নিতে পারবেন। এছাড়া এই বাইকে traction control -এর সুবিধা দেওয়া হয়েছে। এর সাহায্যে চালকরা সুরক্ষিত ভাবে বাইক চালাতে পারবেন।

আরো পড়ুন: নতুন Himalayan 450-তে চমৎকার ফিছারস! রংয়ের বাহার দেখলে চমকে যাবেন, দাম জেনে নিন

এছাড়া থাকছে TFT dashboard screen। এই স্ক্রিনে একাধিক ফিচার পেয়ে যাবেন। Kawasaki Z900 2024 মডেলে অন্ধকার রাস্তায় সমস্যা ছাড়া গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ LED lighting দেওয়া হয়েছে। এই বাইকে 41 মিলিমিটারের up side down forks দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য এই বাইকটির সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 250 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়েছে কোম্পানি।