Bike Loan

Kawasaki Z E-1: বাজারে পা রাখবে Kawasaki-র ইলেকট্রিক বাইক! এক দেখাতেই চমকে যাবেন, হার মানবে নিনজাও

Aindrila Dhani

Published on:

kawasaki-z-e-1-launch-date

Kawasaki Z E-1: Kawasaki একটি বিখ্যাত মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং সংস্থা। এই কোম্পানির বেশ কিছু বিখ্যাত স্পোর্টস বাইক ভারতের রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন। সম্প্রতি এই কোম্পানি Ninja 7 Hybrid আর Z E-1 ইলেকট্রিক বাইকের ডিজাইন পেটেন্ট করিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই ভারতীয় বাজারে লঞ্চ হয়ে যাবে এই দুটি ইলেকট্রিক বাইক। জেনে নিন বিস্তারিত।

Kawasaki Ninja 7 Hybrid বাইকে 451 cc প্যারালাল টুইন ইঞ্জিন পেয়ে যাবেন। এই ধরনের ইঞ্জিন Eliminator 500 আর Kawasaki Ninja 500-ও রয়েছে। Kawasaki Ninja 7 Hybrid বাইকের ইঞ্জিন সর্বোচ্চ 60 hp শক্তি জেনারেট করতে পারে। যদিও এই মডেলটির বিশদ তথ্য এখনো সামনে আনা হয়নি।

Kawasaki New Electric Bike-এর ফিচার ও ইঞ্জিন

Kawasaki Ninja 7 Hybrid বাইকে ক্লাচ-গিয়ার শিফ্টারের বদলে Honda-র মতো DCT গিয়ার বক্স বাইকের সামনে বাঁদিকে সুইচ ক্লাসটারের ওপর শিফ্ট প্যাডেল ফিচার পেয়ে যাবেন। এই বাইকটির ওজন 227 কিলোগ্রাম। এর সিটের উচ্চতা 795 মিলিমিটার। Kawasaki Ninja 7 Hybrid বাইকের সিটের উচ্চতা কম হওয়ার কারণে স্বল্প উচ্চতার রাইডাররা সহজেই এই বাইকটি চালাতে পারবেন।

আরো পড়ুন: বিশ্ববাজারে রেকর্ড গরল বাজাজ! 110 সিসির CNG বাইক আনছে বাজাজ, দাম মাত্র 70 হাজার

এই বাইকে 451cc ইঞ্জিন থাকলেও, 650-700cc ইঞ্জিন যুক্ত বাইকের মত পারফরমেন্স দেবে। এই বাইকটির মাইলেজ তুলনায় বেশি হবে। এবার যদি দামের কথা বলি, Kawasaki Ninja 7 Hybrid বাইকের দাম ZX-4R বাইকের এক্স শোরুম মূল্যের কাছাকাছি রাখা হতে পারে। অর্থাৎ এই বাইকটির দাম 8 লাখ 49 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

Kawasaki Z E-1 বাইকের ব্যাটারি ও পারফরমেন্স

Kawasaki Z E-1 একটি ইলেকট্রিক বাইক। এতে দুটি রিমুভেবেল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। দুটি বাইকে 1.5 kWh পাওয়ার রয়েছে। সাথে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি, যা সর্বোচ্চ 9 kW পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 79 কিলোমিটার। ইকো মোডে এটি সর্বোচ্চ 56 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটতে পারে। ইকো মোডে Kawasaki Z E-1 72 কিলোমিটার রেঞ্জ দেয়। এই মডেলটির দাম Kawasaki Ninja 650 মডেলের এক্স শোরুম মূল্যের কাছাকাছি রাখা হতে পারে। সম্ভবত এই ইলেকট্রিক বাইকের দাম 7 লাখ টাকার কাছাকাছি হবে।