Bike Loan

Bajaj CNG Bike: বিশ্ববাজারে রেকর্ড গরল বাজাজ! 110 সিসির CNG বাইক আনছে বাজাজ, দাম মাত্র 70 হাজার

Aindrila Dhani

Published on:

bajaj-cng-bike-launch-date

Bajaj CNG Bike: আপনারা নিশ্চয়ই পেট্রোল চালিত বাইক আর ইলেকট্রিক বাইকের ব্যাপারে শুনে থাকবেন। তবে এবার আসছে অন্য বাইক, ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে প্রথম CNG চালিত বাইক। Bajaj বরাবর তাদের মোটরসাইকেলের জন্য বিখ্যাত। এবার এই কোম্পানি নতুন মোটরসাইকেল লঞ্চ করার প্ল্যান করছে। এটি CNG তে চলবে।

এই নতুন মডেলের টেস্টিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, CNG মডেল পেট্রোল মডেলের তুলনায় বেশি মাইলেজ দিয়ে থাকে। তাই আশা করা যাচ্ছে এই বাইকে আপনারা বেশ ভালো মাইলেজ পেয়ে যাবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে Bajaj এর CNG বাইকটি কবে লঞ্চ হবে? কেমন লুক হবে এই বাইকের? এটি কি পেট্রোলেও চলবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে।

Bajaj CNG বাইকের ডিজাইন

এই CNG চালিত মোটর সাইকেলের সেট তুলনামূলক লম্বা হবে। এছাড়া থাকবে ফ্ল্যাট CNG সিলিন্ডার। ফুয়েল ট্যাংকে বড় প্যানেল গ্যাপ রাখা হবে। যাতে CNG ট্যাংকের বাল্ব সহজেই খোলা যায়। এই বাইকে আপনারা আবার ছোট পেট্রোল ট্যাংকও পেয়ে যাবেন। কোন কারনে CNG ট্যাংক খালি হয়ে গেলে আপনারা পেট্রল ট্যাংকের মাধ্যমে বাইকটি চালাতে পারবেন। অর্থাৎ এই বাইকে পেট্রল আর CNG দুটো অপশনই আপনারা পেয়ে যাবেন। Bajaj CNG বাইকে রেইনিং লাইট দেওয়া হতে পারে।

Bajaj CNG বাইকের ফিচারস

Bajaj এর এই নতুন মডেলটির নাম Platina 110 CNG। এই বাইকে ফুল ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, হ্যান্ডেল বার, হ্যান্ড গার্ড, ফ্রন্ট ডিস্ক, রেয়ার ড্রাম ব্রেক সেটআপ, টেলিস্কোপিক ফোর্ক, মনোশক সাসপেনশন ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। এছাড়া রয়েছে অ্যালয় রিম ডিজাইন। এছাড়া অপবেস্ট এক্সজস্ট পেয়ে যাবেন। Platina 110 CNG বাইকে সিঙ্গেল চ্যানেল এন্টি ব্রেকিং সিস্টেম এর মত সেফটি ফিচারস দেওয়া হয়েছে।

আরো পড়ুন: 212 কিমি রেঞ্জ তাও আবার 40 হাজারে! Simple One স্কুটার নিয়ে হইচই বাজারে, আর কি ফিচারস?

Platina 110 CNG বাইকের দাম

Platina 110 পেট্রোল ভেরিয়েন্টে 115 cc ইঞ্জিন পেয়ে যাবেন। এই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 70 হাজার 400 টাকা থেকে 78 হাজার 821 টাকার মধ্যে। অপরদিকে CNG ভেরিয়েন্টের সঠিক দাম এখনও জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে Platina 110 CNG মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হতে পারে 80 হাজার টাকা থেকে।

Platina 110 CNG বাইকের প্রতিদ্বন্দ্বী

এটি যেহেতু ভারতীয় মার্কেটের প্রথম CNG পরিচালিত বাইক হবে, তাই প্রত্যক্ষভাবে এর কোন প্রতিদ্বন্দ্বী নেই। তবে দাম আর ইঞ্জিনের দিক থেকে TVS Radeon, Honda Shine 100, Hero Splendor Plus এর মতো মডেলের সাথে প্রতিযোগিতা হতে পারে।