Bike Loan

Kawasaki Ninja 400 : সুযোগ ফসকাবেন না! নিনজা স্পোর্টস বাইকে 40,000 টাকা ছাড়, অফার সীমিত

Aindrila Dhani

Published on:

kawasaki-ninja-400-price

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? বাজেটের কারণে কিনতে পারছেন না! তবে আপনার জন্য রয়েছে দারুণ একটি খবর। Kawasaki India তাদের Kawasaki Ninja 400 মডেলের ওপর 40 হাজার টাকার ডিসকাউন্টের ঘোষণা করেছে। এই বাইকের এক্স-শোরুম মডেলের আসল দাম 5 লাখ 24 হাজার টাকা। ডিসকাউন্টের পর আপনারা 4 লাখ 84 হাজার টাকায় পেয়ে যাবেন এটি। এই অফার চলতি বছরের 31 শে মার্চ পর্যন্ত প্রযোজ্য।

মনে করা হচ্ছে, সামনেই Kawasaki Ninja 500 লঞ্চ হবে। যার দাম 5 লাখ 24 হাজার টাকা। অর্থাৎ এই দু’টি মডেলের একই দাম। তাই কোম্পানি Kawasaki Ninja 400-এ ডিসকাউন্টের ঘোষণা করেছে। Kawasaki Ninja 500-এ Ninja 400 মডেলটির তুলনায় বড় ও শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ডিসকাউন্টের কারণে Kawasaki Ninja 400-এর বিক্রি তুলনামূলক বেড়ে যাবে। ফলে Ninja 500 লঞ্চের আগেই Ninja 400 এর স্টক দ্রুত শেষ হয়ে যাবে। এই ডিসকাউন্টের কারণে Kawasaki Ninja 400 এখন Yamaha R3-এর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই মডেলটির এক্স শোরুম মূল্য 4 লাখ 64 হাজার টাকা।

Kawasaki Ninja 400-মডেলের ফিচারস

Yamaha R3-র তুলনায় Kawasaki Ninja 400 মডেলে বেশি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। Ninja 400 বাইকে রয়েছে 399 cc parallel twin ইঞ্জিন। যা 44.38 bhp শক্তি ও 38 Nm টর্ক উৎপাদন করতে পারে। অপরদিকে Yamaha R3 41.4 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদন করে থাকে। Kawasaki Ninja 400 মডেলের আচমকা দাম কমার কারণে চাপ সৃষ্টি হয়েছে Yamaha R3 -র ওপর।

আরো পড়ুন: 212 কিমি রেঞ্জ তাও আবার 40 হাজারে! Simple One স্কুটার নিয়ে হইচই বাজারে, আর কি ফিচারস?

Yamaha R3 -র পাশাপাশি Kawasaki Ninja -র অপর একটি প্রতিদ্বন্দ্বী হল Aprilia RS 457। এই ইটালিয়ান মোটরসাইকেলে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রয়েছে দারুন সব ফিচার্স। অপরদিকে এর দাম Kawasaki Ninja 400 এর বর্তমান দামের তুলনায় বেশ খানিকটা কম। Aprilia RS 457 -এর এক্স-শোরুম মূল্য 4 লাখ 10 হাজার টাকা। এই প্রতিযোগিতায় কে জিতবে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। এমন আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন‌।