Bike Loan

ছোট প্যাকেট বড় ধামাকা! এসে গেল হন্ডার মিনি বাইক Honda Grom, দাম শুনে চক্ষু চড়কগাছ

Aindrila Dhani

Published on:

honda-grom-price-and-features

Honda একটি স্বনামধন্য বাইক নির্মাণ সংস্থা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে নতুন মিনি বাইক লঞ্চ করেছে Honda। জাপানেও লঞ্চ হয়ে গেছে এই মিনি বাইক Honda Grom। অন্যান্য বাইকের তুলনায় আকৃতিতে ছোট এটি। কম্প্যাক্ট লুক আর স্টাইলে হারিয়ে দেবে অন্যান্য বাইকগুলিকে। এই বাইকের ওজন কিন্তু খুব বেশি নয়। আবার আয়তনেও ছোট। যাঁরা জায়গার অভাবে বাইক কিনতে পারছেন না, তাঁরা কিন্তু এই মডেলটি নিয়ে ভেবে দেখতে পারেন। ওজন হালকা হওয়ার কারণে আপনাদের চালাতে অসুবিধা হবে।

মিনি বাইক হিসেবে লঞ্চ হবার পর থেকেই আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলে দিয়েছে Honda Grom। এই বাইকে রয়েছে 125 cc single cylinder ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 10 hp শক্তি ও 11.1 Nm টর্ক উৎপাদন করতে পারে। আন্তর্জাতিক বাজারে সদ্য লঞ্চ হলেও, এটি কিন্তু নতুন বাইক নয়। বহুদিন ধরে সফলভাবে জাপানে বিক্রি হচ্ছে এই মিনি বাইক। এই বাইকেরই আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে। দেখতে ছোট হলেও ফিচার শুনলে চমকে যাবেন।

Honda Grom বাইকের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, Honda Grom প্রতি লিটারে 63.5 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। প্রতি ঘন্টায় এই বাইকের গতিবেগ 60 কিলোমিটার। Honda ভারতে বেশ কিছু কমিউটার বাইক বিক্রি করে থাকে, এই সমস্ত বাইকেও এমন ধরনের মাইলেজই দেওয়া হয়। এই বাইকে দেওয়া হয়েছে 125 cc ইঞ্জিন। আর সাথে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। এই মিনি বাইকে আপনারা 6 লিটার ফুয়েল ক্যাপাসিটি যুক্ত পেয়ে যাবেন।

এই বাইকের সিটের উচ্চতা 761 মিলিমিটার আর ওজন 102 কিলোগ্রাম। তবে মিনি বাইক Honda Grom এর ভারতের লঞ্চ হওয়া নিয়ে সংশয় রয়েছে। কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সম্পর্কে কোন তথ্য পেলেই আমরা আপনাদের জানিয়ে দেবো।

আরো পড়ুন: ধুম 3 বাইক লঞ্চ! নবপ্রজন্মের ঘুম কাড়তে বাজারে এলো নতুন বাইক, থাকছে চোখ ধাধানো ফিচারস

এই মডেলটি আপনারা নিত্য যাতায়াতের কাজে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা দুটি রং -এ পেয়ে যাবেন- Pearl Horizon White ও Matte Gunpowder Black। এই বাইকে রয়েছে আপ সাইড ডাউন ও মনোশক সাসপেনশন। এছাড়া এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। শহরতলীতে খুব সহজেই এটি চালানো যাবে।

ভারতে Honda-র বিক্রি হওয়া সবথেকে স্বল্প মূল্যের বাইক হল সাইন 100। এই বাইকটির এক্স শোরুম মূল্য 65 হাজার টাকা। মনে করা হচ্ছে, ভারতে লঞ্চ হলে মিনি বাইকটির দাম এর কাছাকাছি থাকতে পারে। খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছে এই বাইকটি।