Bike Loan

Emote Electric Surge: ধুম 3 বাইক লঞ্চ! নবপ্রজন্মের ঘুম কাড়তে বাজারে এলো নতুন বাইক, থাকছে চোখ ধাধানো ফিচারস

Aindrila Dhani

Published on:

Emote Electric Surge

আপনিও কি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চাইছেন? এখন ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইকের রমরমা। খেয়াল করলে দেখবেন, শহর থেকে গ্রাম সর্বত্রই বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক দেখা যাচ্ছে। বর্তমানে বিভিন্ন রেঞ্জের ও বিভিন্ন ক্যাপাসিটির ইলেকট্রিক বাইক ভারতীয় মার্কেটে লঞ্চ হচ্ছে। সম্প্রতি একটি দুর্দান্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। এর ডিজাইন হার মানিয়ে দেবে পেট্রোল বাইক -কেও। একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না।

আপনারা তো জানেনই এখন ইলেকট্রিক অটোমোবাইল এর চাহিদা আকাশ ছোঁয়া। এর মধ্যেই কোম্পানিগুলি বিভিন্ন ইলেকট্রিক অটোমোবাইল মডেল বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই বাইকের আকর্ষণ হতে চলেছে এর লুক ও ডিজাইন। Dhoom 3 সিনেমার বাইকের মত এই ইলেকট্রিক বাইকের ডিজাইন প্রস্তুত করা হয়েছে। এটি অনেকটা আমির খান যেই বাইক চালিয়েছিলেন তার মত হতে চলেছে। যে কারণে যুবকদের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে যাবে এটি। আজকে আমরা কথা বলছি Emote Electric Surge এর সম্পর্কে। এই মডেলটি তাড়াতাড়ি লঞ্চ করার জন্য কোম্পানির তরফ থেকে খুব দ্রুত প্রস্তুত করা হচ্ছে। সামনেই ভারতীয় বাজারে Emote Electric Surge লঞ্চ হয়ে যাবে।

   

আরো পড়ুন: দুর্ধর্ষ স্পোর্টস বাইক! মারকাটারি লুক এবং দুর্দান্ত মাইলেজ সহ লঞ্চ হল TVS Apache RR200, অন-রোড প্রাইজ কত?

তবে যেকোনো ইলেকট্রিক বাইক কি শুধুমাত্র তার লোকের জন্য কেনা উচিত? একদম নয়। বাইক কেনার আগে সেই মডেলের রেঞ্জ জেনে নেওয়া খুব দরকার। যেকোনো বাইকের সেটা ইলেকট্রিক হোক বা পেট্রোল রেঞ্জ আর স্পিড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আপনাদের জানিয়ে রাখি, Emote Electric Surge মডেলে শক্তিশালী ইলেকট্রিক মোটর দেওয়া হচ্ছে। ফলে এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ছুটতে পারবে। এতে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। একবার সম্পূর্ণ চার্জে 150 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে এটি। স্পিডের পাশাপাশি দুর্দান্ত রেঞ্জ দিচ্ছে কিন্তু এই মডেল। এবার আমরা কথা বলব Emote Electric Surge ইলেকট্রিক বাইকের ব্রেকিং সিস্টেম সম্পর্কে। এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এছাড়া থাকছে টিউবলেস টায়ার।

Emote Electric Surge ইলেকট্রিক বাইকের দাম

এখন বিভিন্ন রেঞ্জের ও বিভিন্ন দামের ইলেকট্রিক বাইক বাজারে আপনারা পেয়ে যাবেন। এমন দুর্দান্ত স্পিড আর রেঞ্জের বাইক কিন্তু খুব একটা কম দামে মিলবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় বাজারে Emote Electric Surge ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.2 লাখ টাকা।