Bike Loan

Honda GB 350: হন্ডার নতুন ক্রুজার বাইক পিছনে ফেলে দেবে বুলেটকেও! নাম মাত্র দামে ময়দান কাঁপাবে, কিনবেন নাকি?

Aindrila Dhani

Published on:

honda-gb-350-bike-2024

Honda GB 350: আপনি কি কম দামে ক্রুজার বাইক কিনতে চাইছেন? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। ভারতীয় বাজারে আপনারা বিভিন্ন ধরনের বাইক পেয়ে যাবেন। কিন্তু এত বাইকের অপশন নেই কনফিউজ হয়ে যাওয়া খুব সাধারন ব্যাপার। এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সস্তায় ক্রুজার বাইকের খোঁজ। তাও আবার যে সে কোম্পানির নয়, হোন্ডার মতো জনপ্রিয় কোম্পানির।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Honda GB 350-র সম্বন্ধে। 350 সিসি সেগমেন্টে এই বাইক বুলেটকেও টক্কর দিতে সক্ষম। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি পেয়ে যাবেন মাস্কুলার লুক। যাঁরা ‘রাফ এন্ড টাফ’ লুকের বাইক পছন্দ করেন, তাঁদের জন্য এটি একেবারে পারফেক্ট। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হয়েছে। এছাড়া থাকছে আরও নানা ধরনের এডভান্স ফিচারের সুবিধা।

   

Honda GB 350: ইঞ্জিন

সবার প্রথমেই আমরা কথা বলে নেব এই বাইকটির শক্তিশালী ইঞ্জিনের সম্পর্কে। কোম্পানি এতে 348 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 17.1 বিএইচপি শক্তি ও 27.4 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে।

Honda GB 350: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এতে বিভিন্ন ধরনের এডভান্স ফিচারের সুবিধা রয়েছে। Honda GB 350-এ কোম্পানি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, একাধিক রাইডিং মোড, আরামদায়ক সিট ও টিউবলেস টায়ার যুক্ত করেছে। এছাড়া রাতে রাইড করার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইট পেয়ে যাবেন।

Honda GB 350: দাম

এই বাইকটি বেশ সস্তায় উপলব্ধ। এতে আপনার এডভান্স ফিচার ও শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। ভারতীয় বাজারে Honda GB 350-র দাম 2.85 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে।