Bike Loan

ফের চমক Honda-র! মধ্যবিত্তের নাগালে, শীঘ্রই নতুন সুপার বাইক Honda CBR300R। কি কি থাকছে নতুন মডেলে?

Aindrila Dhani

Published on:

Honda CBR300R

Honda CBR300R: Honda একটি বিখ্যাত জাপানি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ভারতের এই কোম্পানিটি সফলতার সাথে ব্যবসা করছে। বিভিন্ন ধরনের টু-হুইলার মডেল লাঞ্চ করেছে এই কোম্পানিটি। স্কুটার থেকে শুরু করে সুপার বাইক সব ধরনের মডেল পেয়ে যাবেন আপনারা। Honda ইতিমধ্যে বেশ কয়েকটি স্পোর্টস বাইক লঞ্চ করেছে। Honda -র বিখ্যাত কয়েকটি মডেল হল CBR1000RR, CBR250R ও CBR650R ইত্যাদি। তবে এই তালিকায় নাম লেখাতে চলেছে CBR300R। খুব শীঘ্রই Honda লঞ্চ করতে চলেছে তার নতুন সুপার বাইক। জেনে নিন Honda CBR300R সুপার বাইক এর সম্পর্কে।

Honda CBR300R-র সম্পর্কে তথ্য

Honda CBR300R সুপার বাইকে আপনারা Honda CBR250R এর তুলনায় বড় ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবেন। তবে এই দুটি মডেলে একই ধরনের Chassis থাকবে। Honda CBR300R বাইকে Twin headlamp set up দেওয়া হবে। এই হেডল্যাম্পের কারণে সুপার বাইক টি বেশ অ্যাগ্রেসিভ দেখতে লাগবে। নতুন ডিজাইনের ফায়ারিং, টেল সেকশন, স্প্লিট সিট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হবে Honda CBR300R মডেলে। এটি আপনারা তিনটি আকর্ষণীয় রঙে পেয়ে যাবেন- সাদা, কালো আর লাল।

আরো পড়ুন: Yamaha MT 15 : মাত্র ৪০ হাজারে স্পোর্টস বাইক! রূপে বাজিমাত, প্রেমিকার মন জয় করতে ফেলুন কিনে Yamaha-র নতুন মডেল

এই বাইকের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটারে ফুয়েল লেভেল, RPM, গিয়ার পজিশন, স্পিড, ট্রিপ মিটার, ক্লক এবং ওডোমিটারের মতো সুবিধা পেয়ে যাবেন। এছাড়া LED light ও Dual channel ABS এর মতো আধুনিক ফিচার পেয়ে যাবেন।

Honda CBR300R বাইকের ইঞ্জিন

এই বাইকে 286 cc liquid cooled, single cylinder ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 30 bhp শক্তি ও 27 Nm টর্ক উৎপাদন করে থাকে। ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকের ওজন 164 কেজি। এটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 160 কিলোমিটার। এই বাইক প্রতি লিটারে 30 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Honda CBR300R বাইকের দাম

কোম্পানির তরফ থেকে এই বাইকের দাম এখনও জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতে এই মডেলটির এক্স শোরুম দাম 2 লাখ টাকা থেকে 2 লাখ 29 হাজার 999 টাকার মধ্যে হতে পারে।