Bike Loan

খুব সস্তায় কিনুন Hero কোম্পানির এই বাইক! দুর্দান্ত ফিচার আর আকর্ষণীয় ডিজাইনে Hero-র নতুন স্পোর্টস বাইক

Aindrila Dhani

Updated on:

Hero-Splendor-2024

দীর্ঘদিন ধরে বাইকপ্রেমীরা Hero Splendor 2024 স্পোর্টস এডিশন এর জন্য অপেক্ষা করে রয়েছে। এবার তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন লুক আর ডাইনামিক ফিচার সহ লঞ্চ হতে চলেছে Hero Splendor 2024 Sports Edition। এই নতুন এডিশনের বাইকটি দুর্দান্ত পারফরমেন্স দেবে। এতে আপনারা revamped headlight, sleek grille, headlamp, tail lamp, rear fender, side panel ইত্যাদি দেখতে পাবেন। স্টাইল ও সাবসটেন্স এর আসল প্রতীক দেখতে পাবেন এই বাইকে। এটি চারটি দুর্দান্ত রঙে উপলব্ধ হতে চলেছে।

   

Hero Splendor 2024 Sports Edition পেয়ে যাবেন Pearl White, Tornado Grey, Canvas Black আর Sparkling Beta Blue রঙে। রাস্তায় বেরোলেই আশেপাশের মানুষের মন্দিতে নেবে এই মডেলটি। সাশ্রয়ী আর ভরসা যোগ্য একটি মডেল হতে চলেছে এই বাইকটি। এতে আপনারা দুর্দান্ত ইঞ্জিন পেয়ে যাবেন। বাজেট ফ্রেন্ডলি দামে এমন ইঞ্জিনের বাইক পাওয়া কিন্তু সহজ নয়। গ্রাহকদের তৃপ্তিই হল আসল কথা। এই বাইকটি চালানোর সময় আপনারা সে তৃপ্তি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন :Hero Mavrick 440 : বাজারে এলো Hero-র Mavrick 440, ফিচারস ও স্পেসিফিকেশন দেখে চমকে যাবেন

Hero Splendor Sports Edition এ 97.2 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এই ইঞ্জিনটি 7.9 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 4 পেট গিয়ার বক্স। মাত্র 7.5 সেকেন্ডে এই বাইক প্রতি ঘন্টায় 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে সক্ষম। এই মডেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 85 কিলোমিটার। এই বাইকের দুর্দান্ত পারফরমেন্স আপনাদের দেবে রোমাঞ্চকর অভিজ্ঞতা।

আরও পড়ুন :Hero Thriller 160R 4V : বাংলাদেশীদের জন্য দারুন খবর, লঞ্চ হয়েছে Hero র নতুন বাইক। রয়েছে দারুন ফিচারস

Hero Splendor 2024: মূল্য কত?

এই বাইকের এক্স শোরুম মূল্য 76 হাজার 900 টাকা। টাকার একদম সঠিক মূল্য দেবে এই বাইকের পারফরমেন্স। এই সেগমেন্টের সব থেকে ভালো বাইক এটি। এতে যেমন রয়েছে আকর্ষণীয় ডিজাইন, তেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন আর দুর্দান্ত ফিচার। সুরক্ষার জন্য এই বাইকে রয়েছে automatic engine shutdown ফিচার। এছাড়া রয়েছে side stand indicator ও ABS এর মতো আধুনিক ফিচার।