Bike Loan

Hero Optima: দেশের সবথেকে সস্তার বাইক আনল হিরো! দাম শুনলে চমকে যাবেন

Aindrila Dhani

Published on:

hero-optima-electric-scooter-price

Hero Optima Electric Scooter: ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার মার্কেটের অন্যতম বিখ্যাত নাম হল Hero Electric। এই কোম্পানি এবার আনতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Hero Optima। শহরের রাস্তায় চালানোর জন্য মূলত এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথা ভেবেছে কোম্পানি। এছাড়া যাঁরা দীর্ঘদিন ধরে বাজেটের কারণে ইলেকট্রিক স্কুটার কিনতে পারছেন না, এটি তাঁদের সমস্যার সমাধান করে দেবে। প্রতিদিন ব্যবহারের জন্য বেশ ভালো বিকল্প হতে চলেছে Hero Optima। জেনে নিন বিস্তারিত।

Hero Optima ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

এই মডেলটি আপনারা প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারবেন। এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে শহরের যানজটময় রাস্তায় চালানো যাবে Hero Optima ইলেকট্রিক স্কুটার। এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে আন্ডার-সিট স্টোরেজ দেওয়া হয়েছে। ফলে আপনারা নিজেদের প্রয়োজনীয় বস্তু সহজেই এখানে রাখতে পারবেন। Hero Optima ইলেকট্রিক স্কুটারে আরামদায়ক সিট আর আপ-রাইট রাইডিং পজিশন দেওয়া হয়েছে। ফলে আপনারা অল্প রাস্তা হোক বা দূরের গন্তব্য, যেখানেই যান না কেন স্কুটারে বসে থাকতে অসুবিধা হবে না।

Hero Optima ইলেকট্রিক স্কুটারের ভেরিয়েন্ট

এই ইলেকট্রিক স্কুটারে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন- LX ও HX। LX হল কমফোর্ট স্পিড আর HX হল সিটি স্পিড। LX ভেরিয়েন্টে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে অপশন পেয়ে যাবেন।

Hero Optima ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ও স্পিড

আমরা আগেই বলেছি, Hero Optima ইলেকট্রিক স্কুটারে আপনারা দুটি ভেরিয়েন্ট পাবেন। সিটি স্পিড অর্থাৎ HX ভেরিয়েন্ট কম মূল্যে আনা হয়েছে। এতে আপনারা 250W মোটর সহ লিড অ্যাসিড ব্যাটারি পেয়ে যাবেন। কোম্পানি দাবি করছে, প্রতি ঘন্টায় এই ভেরিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার। একবার সম্পূর্ণ চার্জ দিলে লিড অ্যাসিড ব্যাটারি 50 কিলোমিটার রেঞ্জ দেবে। যাঁরা শহরের মধ্যেই এই ইলেকট্রিক স্কুটার ব্যবহার করতে চাইছেন, তাঁদের জন্য HX ভেরিয়েন্টটি উপযুক্ত। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় 8 ঘন্টা থেকে 10 ঘন্টা।

আরো পড়ুন: বাজারে পা রাখবে Kawasaki-র ইলেকট্রিক বাইক! এক দেখাতেই চমকে যাবেন, হার মানবে নিনজাও

অপরদিকে কমফোর্ট স্পিড অর্থাৎ LX ভেরিয়েন্টের দাম তুলনামূলক বেশি। এতে আপনারা দুটি ব্যাটারির অপশন পেয়ে যাবেন, যথা :- লিথিয়াম আয়ন আর লিড অ্যাসিড। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করলে একবার সম্পূর্ণ চার্জে আপনারা 85 কিলোমিটার পথ যেতে পারবেন। এটি চার্জ হতে সময় নেবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। অপরদিকে লিড অ্যাসিড ভার্সনে 250W মোটর রয়েছে। প্রতি ঘন্টায় যার সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার। এটি 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।