Bike Loan

Aprilia কে করা টক্কর দিতে নতুন স্পোর্টস বাইক! দুর্ধর্ষ লুকে হাজির CFMoto 450SR S

Aindrila Dhani

Published on:

cfmoto-450sr-s-launch-date

CFMoto 450SR S Launch Date: চিনা বাইক নির্মাণ সংস্থা CFMoto লঞ্চ করেছে তাদের A2 লাইসেন্স কমপ্লেন্ট 450SR S স্পোর্টস বাইক। এটি ইউরোপে লঞ্চ করা হয়েছে। এই বাইকে 450 cc ইঞ্জিন রয়েছে! 450SR S বাইকে পেয়ে যাবেন মোবাইল কানেক্টিভিটি! জেনে নিন বিস্তারিত।

CFMoto একটি বিখ্যাত বাইক নির্মাণ সংস্থা। সম্প্রতি এই সংস্থা ইউরোপে তাদের নতুন স্পোর্টস বাইক লঞ্চ করেছে। 450SR S স্পোর্টস বাইকে 449.5 cc প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকের ইঞ্জিন 46.3 bhp শক্তি ও 39.5 Nm টর্ক উৎপাদন করে থাকে। মোটরের সাথে রয়েছে 270 ডিগ্রি ফায়ারিং অর্ডার। এছাড়া রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকের সব থেকে উল্লেখযোগ্য ফিচার হলো, সিঙ্গেল সাইডেড সুইংগার্ম আর ফেয়ারিং মাউন্টেড উইংলেট।

CFMoto 450SR S স্পোর্টস বাইকের ডিজাইন ও ফিচার

CFMoto 450SR S স্পোর্টস বাইকে ক্রোমিয়াম মলিবডেনাম স্টিল ট্রেলিস চ্যাসিস দেওয়া হয়েছে। এটির ওজন 11 কিলোগ্রাম। তবে বাইকটির কার্ব ওয়েট 179 কিলোগ্রাম। এই বাইকে ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 14 লিটার। সুরক্ষার জন্য 450SR S মডেলটির সামনে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। 450SR S বাইকের সামনে রয়েছে 37 মিলিমিটার আপসাইড ডাউন আর পিছন দিকে রয়েছে মনোশক।

আরো পড়ুন: বাজার কাঁপাতে এসে গেল নতুন Kawasaki Z900 2024! মিলবে দারুণ পাওয়ার সঙ্গে একাধিক দুর্দান্ত ফিচার

অন্যান্য ফিচারের কথা বলতে গেলে, 450SR S স্পোর্টস বাইকে ফুল কালার TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মোবাইল কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, টুইন LED হেডলাইট ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি পেয়ে যাবেন আন্ডারবেলি এক্সজস্ট, অটোমেটিক হেডলাইট, ESS এমার্জেন্সি ব্রেকিং।

CFMoto 450SR S স্পোর্টস বাইকের প্রতিদ্বন্দ্বী

এই বাইকের প্রতিদ্বন্দ্বী হবে Honda CBR500R, Kawasaki Ninja 500 ও Aprilia RS 457।