ভারতীয় বাজারে এই মুহূর্তে বেশকিছু ইলেকট্রিক স্কুটার উপলব্ধ রয়েছে। ইলেকট্রিক স্কুটারের আকাশ ছোঁয়া চাহিদা দেখেই কোম্পানির তরফ থেকে প্রায়শই নতুন মডেল লঞ্চ করা হচ্ছে। কিন্তু আসল সমস্যা হল দাম। ইলেকট্রিক স্কুটারের দামের কারণে অনেকের পক্ষে কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পছন্দসই মডেল বাজেটের মধ্যে সত্যিই সমস্যার। ভালো ফিচার ও শক্তিশালী ইঞ্জিন সহ দারুন একটি ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে আজ আপনাদের জানাতে এসেছি। চলুন জেনে নেওয়া যাক।
আজ আমরা Bounce Infinity E1+ ইলেকট্রিক স্কুটারের সম্বন্ধে বলব। এটি ভারতীয় বাজারে বেশ কিছু সময় ধরে উপলব্ধ রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার 1.9 kWh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাহায্যে একবার সিঙ্গেল চার্জেই প্রায় 92 কিলোমিটার পথ যেতে পারে মডেলটি। ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয় এই স্কুটার।
মহিলাদের চালানোর ক্ষেত্রেও বেশ আরামদায়ক এটি। এই ইলেকট্রিক স্কুটারের সাথে 1500W BLDC টেকনোলজির শক্তিশালী ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। প্রতি ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটার এর সর্বোচ্চ গতিবেগ 65 কিলোমিটার।
Bounce Infinity E1+ বাইকের ফিচার
ফিচারের কথা বলতে গেলে, এতে আপনারা স্টোরেজ ক্যাপাসিটি, স্টার্ট বাটন, ড্রাম ব্রেক, বুট স্পেস, USB port, anti theft alarm, হেডলাইট সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এটি চার্জ হতে 4 ঘন্টা সময় নেয়। তাহলে বুঝতেই পারছেন চার্জের জন্য বেশি সময় খরচ করতে হবে না আপনাদের। সাথে তো দ্রুত চার্জিং ক্যাপাসিটির চার্জার দেওয়ায় হচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, Bounce Infinity E1+ এর দাম কত? আপনি তো জানিয়ে রাখি, ভারতীয় বাজারে এই মডেলটির এক্স শোরুম মূল্য 85 হাজার 780 টাকা। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন।