Bike Loan

Royal Enfield Shotgun 650 : 650 সিসির সুপার চাবুক বাইক! বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ড, দেখে নিন দাম ও বৈশিষ্ট্য

Aindrila Dhani

Published on:

royal-enfield-shotgun-650-unveiled

New Royal Enfield Shotgun 650 বাইকে আপনারা bobber স্টাইল দেখতে পাবেন। এই বাইকের ইঞ্জিন আর চেসিস Super Meteor 650 মডেলের মতো রাখা হয়েছে। এটি Super Meteor 650, Interceptor 650 আর Continental GT-র পর 650 প্ল্যাটফর্মের চতুর্থ বাইক। কোম্পানি দাবি করছে, এই বাইকের কেবলমাত্র ইঞ্জিন আর চেসিসের ক্ষেত্রেই অন্যান্য মডেলের সাথে মিল খুঁজে পাওয়া যাবে। এছাড়া এই বাইকে সম্পূর্ণ আলাদা রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন গ্রাহকরা। জেনে নিন New Royal Enfield Shotgun 650 বাইকের সম্বন্ধে।

Royal Enfield Shotgun 650 বাইকের ইঞ্জিন

এই বাইকের সিটের উচ্চতা 795 মিলিমিটার। আরামদায়ক রাইডিং পজিশনের দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। New Royal Enfield Shotgun 650 বাইকে 25.3 ডিগ্রি rake angle দেওয়া হয়েছে। এই বাইকের পেছনদিকে bobber style tail দেওয়া হয়েছে। New Royal Enfield Shotgun 650 এর হার্ডওয়্যার গ্লসি ও ম্যাট ফিনিশ এর মধ্যে রাখা হয়েছে।

এছাড়াও এই বাইকে থাকছে 648 cc air ও oil cooled SOHC parallel twin ইঞ্জিন। যা 7,250 rpm এ 46 bhp শক্তি ও 5,650 rpm এ 52.3 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথেই দেওয়া হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এতে compression ratio 9.5:1 সহ থাকছে 78 mm bore ও 67.8 mm stroke। New Royal Enfield Shotgun 650 বাইকটিতে 13.8 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে। এটি প্রতি লিটারে 22 কিলোমিটারের ফুয়েল এফিশিয়েন্সি দাবি করেছে। এই বাইকটির ট্যাংকে যে পরিমাণ তেল ধরবে তাতে আপনারা প্রায় 300 কিলোমিটার পথ যেতে পারবেন।

এই বাইকটির ওজন 240 কিলোগ্রাম। অর্থাৎ Interceptor ও Continental GT -র থেকে New Royal Enfield Shotgun 650 বাইক 20 কিলোগ্রাম ভারী। এই মডেলের সিটের উচ্চতা 795 মিলিমিটার। এই বাইকটি লম্বায় 2,170 মিলিমিটার। আর এর wheelbase 1,465 মিলিমিটার। New Royal Enfield Shotgun 650 -এর সামনে থাকছে 18 ইঞ্চির alloy wheel ও 100/90 টিউবলেস টায়ার। এতে আপনারা 90 মিলিমিটারের twin Shock set up পেয়ে যাবেন। পিছন দিকে থাকছে 17 ইঞ্চির alloy wheel ও 150/70 টিউবলেস টায়ার।

আরো পড়ুন: দুর্ধর্ষ স্পোর্টস বাইক! মারকাটারি লুক এবং দুর্দান্ত মাইলেজ সহ লঞ্চ হল TVS Apache RR200, অন-রোড প্রাইজ কত?

সামনে ও পিছনের দিকে যথাক্রমে 320 মিলিমিটার ডিস্ক ব্রেক ও 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। দুটি ব্রেকেই dual channel ABS সহ twin piston calipers দেওয়া হয়েছে। New Royal Enfield Shotgun 650 বাইকে electric starter, ABS, USB charging port, full LED illumination, fuel injection ইত্যাদির সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া New Royal Enfield Shotgun 650 বাইকে দেওয়া ডায়াল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে এনালগ স্পিডোমিটার আর ডিজিটাল ডিসপ্লের সুবিধা পেয়ে যাবেন। ডিজিটাল ডিসপ্লেতে gear position, fuel level, odometer, clock ইত্যাদি দেখতে পারবেন।

Royal Enfield Shotgun 650 বাইকের দাম

RE 650 লাইন আপে এই মডেলটির দাম একটু বেশির দিকে থাকতে পারে। Shotgun 650 Motoverse এডিশনের এক্স শোরুম মূল্য ছিল 4 লাখ 25 হাজার টাকা। এটি hand painted একটি মডেল ছিল। তবে New Royal Enfield Shotgun 650 বাইকের দাম Shotgun 650 Motoverse Edition -এর তুলনায় 25 হাজার টাকা থেকে 30 হাজার টাকা কম হতে পারে।