Bike Loan

Benelli Imperiale 400 : বুলেট প্রেমীদের জন্য সুখবর, বাজার কাঁপাতে আসছে নতুন বুলেট! ফিচার্স, দামে থাকবে বিশেষ চমক

Aindrila Dhani

Published on:

benelli-imperiale-400-launch-date-in-india

Benelli Imperiale 400: ভারতের রাস্তায় বেরোলে আপনারা Royal Enfield Bullet অন্তত একটা হলেও দেখতে পাবেন। এর প্রধান কারণ হলো এই বাইকের ডিজাইন। আসলে Royal Enfield Bullet এর লুক গ্রাহকদের খুব আকর্ষণ করে। এছাড়া এই বাইকে রয়েছে আধুনিক ফিচারস ও দুর্দান্ত কোয়ালিটি। এই মডেলটি ভারতীয়দের বাজেটের মধ্যে চলে আসে। এই কারণে তরুণ প্রজন্ম Royal Enfield Bullet কিন্তু এই বেশ পছন্দ করে।

এখন অন্যান্য কোম্পানিও Bullet এর অনুকরণে নতুন মডেল লঞ্চ করতে চলেছে। আজ আমরা আপনাদের এমন একটি কোম্পানির বুলেট বাইক এর সম্পর্কে বলবো। এই বাইকে শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। আর সাথে রয়েছে আধুনিক ফিচারস। মার্কেটে চলে এসেছে Benelli Imperiale 400।

Royal Enfield Bullet এর টক্কর দিতে লঞ্চ হয়েছে এই নতুন মডেলটি। এই মডেলে আপনারা 372 cc -র শক্তিশালী air cooled ইঞ্জিন পেয়ে যাবেন। এই বাইকে রয়েছে 13 লিটারের ফুয়েল ট্যাংক। এই ইঞ্জিন 20 bhp শক্তি ও 29 Nm টর্ক উৎপাদনের সক্ষম। এটি প্রতি ঘন্টায় 220 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই মডেলে Royal Enfield Classic 350 বাইকের মতো আধুনিক ফিচার্স দেওয়া হয়েছে।

আরো পড়ুন: 650 সিসির সুপার চাবুক বাইক! বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ড, দেখে নিন দাম ও বৈশিষ্ট্য

Benelli Imperiale 400 মডেলে LCD display, ডিজিটাল স্ক্রিন, ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট, ডিজিটাল কনসোল, anti lock braking system এর মতো ফিচারস রয়েছে। প্রতি লিটার পেট্রোলে এটি 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এবার আমরা এই নতুন মডেলটির দামের ব্যাপারে কথা বলব। মার্কেটে Bullet বাইকের দাম 2 লাখ টাকার বেশি। Benelli Imperiale 400 মডেলটির দাম 2 লাখ 34 হাজার টাকা থেকে শুরু হচ্ছে।