Bajaj Pulsar NS200 আর NS160 ডিলারশিপ শো রুমে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ডিলারশিপ শোরুমে পাঠিয়ে দেয়া হবে এই বাইক দুটি। কোম্পানি এই মাসের প্রথম দিকে এই বাইক সম্পর্কে কিছু তথ্য সামনে এনেছিল। আপনারা জানিয়ে রাখি, Bajaj Pulsar NS160-র এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 46 হাজার টাকা থেকে আর Bajaj Pulsar NS200 এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 55 টাকা থেকে।
Bajaj Pulsar N150 আর Bajaj Pulsar N160 লঞ্চ হওয়ার পর থেকে কোম্পানি Bajaj Pulsar NS200 ও Bajaj Pulsar NS160 মডেলের আপডেটে কাজ করছে। নতুন তথ্য অনুযায়ী, Bajaj Pulsar NS160 মডেলের দাম 9 হাজার টাকা কমানো হয়েছে আর Bajaj Pulsar NS200 মডেলের দাম 8 হাজার টাকা কমানো হয়েছে। দাম কমানোর পর থেকে এই বাইকের বিক্রি বেড়ে গেছে। Pulsar NS200 বাইকটি 2012 সালে প্রথমবার লঞ্চ হয়েছিল অপরদিকে Bajaj Pulsar N160 2017 সালে লঞ্চ হয়েছিল। এবার এই দুটি মডেল নতুন রূপে 2024 সালে আবার আসতে চলেছে।
আরো পড়ুন: ধুম 3 বাইক লঞ্চ! নবপ্রজন্মের ঘুম কাড়তে বাজারে এলো নতুন বাইক, থাকছে চোখ ধাধানো ফিচারস
এই বাইকে আপনারা lighting bolt আকৃতির revised LED DRL, LED turn indicator, Bluetooth connectivity সহ Digital instrument cluster পেয়ে যাবেন। এতে আপনারা Call ও Notification alerts এর মত সুবিধা পাবেন। এই বাইকে turn by turn navigation এর সুবিধা ও দেওয়া হয়েছে। এর সাথে থাকছে Type A USB charging port। খুব শীঘ্রই ডিলারশিপ শোরুমে এই মডেল দুটি দেখা যাবে।
এই নতুন দুটি মডেলে USD telescopic front forks ও dual channel ABS দেওয়া হয়েছে। এর সাথে থাকছে muscular fuel tank, Split style seat, Perimeter frame, Pillion grab handles, clip on handlebars ইত্যাদি পেয়ে যাবেন। Pulsar NS200 মডেলে 199.5 cc single cylinder ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 24.13 hp ও 18.74 Nm টর্ক উৎপাদন করে।
এছাড়াও রয়েছে 6 স্পিড ট্রান্সমিশন। অপরদিকে Pulsar NS160 মডেলে 160.3 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 17.2 hp শক্তি ও 14.6 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড ট্রান্সমিশন। Bajaj Pulsar NS200 টক্কর দেবে KTM 200 Duke কে। আর Bajaj Pulsar NS160 টক্কর দেবে TVS Apache RTR 160 4V কে।