Bike Loan

তরুণ বাইক-প্রেমীদের চোখ ধাঁধাতে হাজির নতুন Bajaj Pulsar NS125, জানুন বাইকের অন রোড প্রাইস

Aindrila Dhani

Published on:

bajaj pulsar ns125 price in india

Bajaj Pulsar গত বছর তার সম্পূর্ণ NS রেঞ্জ আপডেট করেছিল। কেবলমাত্র Bajaj Pulsar NS125 মডেলে Upside down forks ও Dual channel ABS সহ অন্যান্য আপডেট করা হয়নি। তবে এই বছর অর্থাৎ 2024 সালে কোম্পানি Pulsar NS মডেলে বেশ কিছু পরিবর্তন করেছে। আপনাদের জানিয়ে রাখি, Bajaj Pulsar NS125 এর আপডেট করা হয়েছে। এই বাইকটি NS রেঞ্জের সবথেকে ছোট মডেল। এই মডেলে তিনটি বড় আপডেট করা হয়েছে। জেনে নিন আজকের প্রতিবেদনে।

Bajaj Pulsar NS125 মডেলে কি আপডেট আনা হয়েছে?

এই মডেলটিতে অন্যান্য Pulsar লাইন আপ -এর মতো Full digital instrument cluster যুক্ত করা হয়েছে। এছাড়া LED headlamps, LED DRLs, Bluetooth connectivity, Smartphone connectivity ইত্যাদি পেয়ে যাবেন এই মডেলে। আপনার আর রাইড কানেক্ট অ্যাপের মাধ্যমে চালানোর সময় সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই মোটরসাইকেলে দেওয়া ডিসপ্লেতে গিয়ার পজিশন, ফুয়েল কনজাম্পশন, ফোন নোটিফিকেশন সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন।

   

তবে Bajaj Pulsar NS160 ও Bajaj Pulsar NS200 এর মতো Bajaj Pulsar NS125 মডেলে turn by turn navigation দেওয়া হয়নি। দিল্লিতে এই মডেলটির এক্স শোরুম মূল্য 1 লাখ 4 হাজার 922 টাকা। আগের মডেলের তুলনায় New Bajaj Pulsar NS125 বাইকের দাম আপডেটের পর 5 হাজার 351 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রথমবার এই মডেলটির দাম 1 লাখ টাকা পেরিয়েছে।

আরো পড়ুন: Gogoro: স্কুটার জগতে তোলপাড়! বাজারে আসছে তাইওয়ানের বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার, শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ এ সবাই কে দেবে টেক্কা

এই বাইকটির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী TVS Raider। ভারতীয় বাজারে এই মডেলটির চাহিদাও বেশ চোখে পড়ার মতো। এর দাম শুরু হচ্ছে 95 হাজার 219 টাকা থেকে। অপরদিকে TVS Raider এর টপ ভেরিয়েন্ট -এর দাম 1 লাখ 2 হাজার 770 টাকা। নতুন আপডেটেড Bajaj Pulsar NS125 কি TVS এর Sporty 125 মডেলকে হারাতে পারবে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরও তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটের পাতায়।