Bike Loan

Aprilia 150 CC: চমৎকার লুক নিয়ে Aprilia-এর দুর্দান্ত এন্ট্রি! লুকে ফিদা হবেন আপনিও, দাম কত দেখুন

Aindrila Dhani

Published on:

aprilia-150-cc-models-launch-soon

Aprilia 150 CC Launch Date: Aprilia দুটি নতুন 150 cc ইঞ্জিনের মোটরসাইকেল ভারতে আনার প্ল্যান করছে। তার মধ্য থেকে একটি RS 150 হতে চলেছে। এটি দুর্দান্ত ডিজাইনের একটি স্পোর্টস বাইক হিসেবে লঞ্চ হবে। জেনে নিন বিস্তারিত।

   

Aprilia RS 150 মডেলের সামনে এগ্রেসিভ twin headlamp থাকবে। এছাড়া থাকছে খাজ কাঁটা স্টাইলের ফুয়েল ট্যাংক আর পিছন দিকে থাকছে floating tail। সব মিলিয়ে লুকের দিক থেকে গ্রাহকদের আকর্ষণ করবে Aprilia RS 150। এছাড়া এই মডেলে 150 cc fuel injected মোটর যুক্ত করা হবে। এই মোটর 17 bhp শক্তি ও 14 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এখান থেকে উৎপন্ন শক্তি 6 স্পিড গিয়ারবক্সের মাধ্যমে Aprilia RS 150 মডেলের পিছনের চাকায় পৌঁছাবে।

চলতি বছরের শেষের দিকে এই মডেলটি লঞ্চ হতে পারে। এর সম্ভাব্য দাম 1 লাখ 50 হাজার টাকার মতো রাখতে পারে কোম্পানি। এই দামের কারণে Aprilia RS 150 বেশ কিছু বিখ্যাত মডেল, যেমন- Yamaha YZF-R15 ও Suzuki Gixxer SF এর সাথে প্রতিযোগিতা করবে। RS 150 মডেলের পাশাপাশি Aprilia Tuono 150 লঞ্চ করার প্ল্যান করছে।

আরো পড়ুন: Gogoro: স্কুটার জগতে তোলপাড়! বাজারে আসছে তাইওয়ানের বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার, শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ এ সবাই কে দেবে টেক্কা

এই ইটালিয়ান ব্র্যান্ড 350-450 cc সেগমেন্টের দিকেও চোখ রেখেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, Aprilia 350-450 cc সেগমেন্টে নতুন কিছু আনতে চলেছে। তবে এই বিষয়ে বিশেষ কোন তথ্য ও সামনে আনেনি কোম্পানি। কিন্তু শোনা যাচ্ছে, এই সেগমেন্টের বাইক সম্পূর্ণ নতুন প্লাটফর্মের নিরিখে তৈরি করবে কোম্পানি।

এই নতুন মডেল ভারতে তৈরি করা হবে আবার ভারতে বিক্রি করাও হবে। 2 বছর থেকে 2.6 বছরের মধ্যে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে বলেই আপাতত খবর পাওয়া গেছে। এটি লঞ্চ হওয়ার পর Aprilia BMW G 310 R এবং KTM 390 -র মতো মডেলের সাথে প্রতিযোগিতা করতে পারবে।