এবার স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক স্কুটার। 113 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হয়েছে Bajaj এর নতুন ইলেকট্রিক স্কুটার। ভারতের বেশ বড় বড় অটোমোবাইল কোম্পানি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার দিকে মন দিয়েছে। আসলে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণেই গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি বেশি কিনছেন।
আরো পড়ুন: Bajaj Pulsar NS 125 VS Hero Xtreme 125R : কোনটি হবে আপনার জন্য উপযুক্ত? বুঝে নিন পার্থক্য দেখে
Bajaj Chetak Urbane ইলেকট্রিক স্কুটারে 2.9 kWh ব্যাটারি প্যাক দেয়া হয়েছে। এই মডেলের দাম শুরু হচ্ছে 1 লাখ 15 হাজার টাকা থেকে। বর্তমানে এর থেকেও দামি ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। তবে আলাদা আলাদা ভেরিয়েন্টের ক্ষেত্রে দামের পার্থক্য রয়েছে। তবে আপনাদের সুবিধার জন্য এই ইলেকট্রিক স্কুটারটির সাথে স্মার্টফোন কানেক্ট করার ফিচার দেওয়া হয়েছে। আসলে বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া মানুষ থাকতে পারে না। তাই গাড়ি চালানোর সময় যাতে কোন অসুবিধা না হয়, সেই কারণে গাড়ির সাথে স্মার্টফোন কানেক্ট করার সুবিধা দেওয়া হয়েছে। এতে আপনারা Eco মোড এর সুবিধা পাবেন। এই ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 4 ঘন্টা 50 মিনিট। একবার সম্পূর্ণ চার্জে এটি 113 কিলোমিটার পথ যেতে পারে।
আরো পড়ুন: Bajaj Boxer 155 : Royal Enfield-কে টেক্কা দেবে Bajaj-এর দুর্দান্ত এই বাইক, রয়েছে চোখ ধাঁধানো ফিচারস
কোম্পানি দাবি করছে, Bajaj Chetak Urbane 113 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এর সাথে কম্পানি আপনাদের দেবে 800W এর শক্তিশালী চার্জার। আপনারা যদি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে এই মডেলটি নিয়ে ভেবে দেখতে পারেন। এটা আপনারা কল এলার্ট, ডিসপ্লে থিম, মিউজিক কন্ট্রোল আর turn by turn navigation এর মতো সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে হিল হোল্ড, রিভার্স মোড, 5 ইঞ্চির TFT স্ক্রিন ইত্যাদির মতো ফিচার। আপনারা নিজেদের স্মার্টফোনটি এই স্কুটারের সাথে সহজেই কানেক্ট করতে পারবেন। এখন গাড়ি চালাতে চালাতে আর থেমে ফোনে কথা বলতে হবে না। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।